|
|
|
|
সুদীপ্ত সেনের সুরক্ষা নিয়ে সওয়াল সূর্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বন্দোবস্ত থেকে সারদা-কাণ্ডের নিরপেক্ষ তদন্ত। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুলল বিরোধী সিপিএম। তাদের বক্তব্য, ঘটনাপ্রবাহ যে ভাবে চলছে, তাতে রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখার কোনও কারণ নেই।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর থেকেই শাসক দলের বাহিনী জেলায় জেলায় হামলা শুরু করে দিয়েছে বলে বুধবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটে আসবে না ধরে নিয়েই বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা। রাজ্য প্রশাসন এমন ঘটনা ঠেকাতে নিরপেক্ষ ভূমিকা নেবে, তেমন কোনও আশাও দেখা যাচ্ছে না। পাশাপাশিই, পুলিশ হেফাজতে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের নিরাপত্তার
দাবি ফের সামনে এনেছেন সূর্যবাবু। দাবি করেছেন, সুদীপ্তবাবুর স্বাস্থ্য বুলটিন নিয়মিত প্রকাশ করার। প্রসঙ্গত, সারদা-কাণ্ড এ বারে পঞ্চায়েত ভোটে বিরোধীদের বড় হাতিয়ার।
আদালতের নির্দেশ ঘোষণার পরে মঙ্গলবার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে তাঁর দফতরের কর্মীদের সঙ্গে মিষ্টি ভাগ করে নিতে দেখা যায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে সূর্যবাবু বলেন, “আগেই বলেছিলাম, সরকারের শুভবুদ্ধি কখন অস্তাচলে যায়, ঠিক নেই! মন্ত্রীরা কাল যখন মিষ্টি খাচ্ছিলেন, তখন উৎসাহিত হয়ে কোচবিহারে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। তারা বোধহয় বার্তা পেয়ে গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি আসবে না। তাই ভোটের আগেই উৎসব কর!” প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সূর্যবাবুর যুক্তি, নতুন কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে দরবার না করেও জঙ্গলমহলের বাহিনীকে পঞ্চায়েত ভোটে কাজে লাগানো যেতে পারে। কিন্তু সরকারের তেমন পরিকল্পনা এখনও নেই। তাই বিরোধী দলনেতার প্রশ্ন, “জঙ্গলমহল তো হাসছে! সেখানকার কেন্দ্রীয় বাহিনীকে কয়েক দিনের জন্য পঞ্চায়েত ভোটে ব্যবহার করতে কেন ভয় পাচ্ছেন? সরকারের উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না!”
একই ভাবে সারদা-কাণ্ডেও সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, এত বড় কেলেঙ্কারির পরও সুদীপ্তবাবু, দেবযানী মুখোপাধ্যায় এবং সারদা সংস্থার আর এক কর্তা ছাড়া কেউ ধরা পড়ল না কেন? তেমন কাউকে জিজ্ঞাসাবাদও হল না কেন? আমানতকারীদের টাকা ফেরতেরই বা কী হল? আদালতে হাজিরার পথে সুদীপ্তবাবু মাঝে মাঝে বলেন পরে সব বলবেন আর তার পরেই তাঁর বুকে ব্যথা বা নানা সমস্যার খবর আসে! এই সূত্রেই সূর্যবাবুর বক্তব্য, “আগেও আমরা সুদীপ্ত সেনের নিরাপত্তার দাবি করেছি। এখন আরও দৃঢ় ভাবে বলছি, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওঁর হেল্থ বুলেটিন রোজ প্রকাশ করা দরকার। ওঁর মুখ বন্ধ করার চেষ্টা হবে, আশঙ্কা রয়েছে। এত বড় বড় লোকের নাম জড়িত। উনি মুখ খুললে কখন কী হবে, কে জানে!”
|
হাই মাদ্রাসার ফল কাল |
এ বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল কাল, শুক্রবার প্রকাশিত হবে। ওই দিনই মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের নানা অফিস থেকে। বেলা ১২টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস মারফত ফল জানা যাবে। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল:
http://www.wbbme.org
http://wbresults.nic.in
http://www.results.banglarmukh.gov.in
http://www.exametc.com
এসএমএসে ফল জানতে WBBME-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠাতে হবে। |
|
|
|
|
|