|
|
|
|
বিমানবন্দরের পরে চারটি লেন হবে যশোহর রোডে
সোমনাথ চক্রবর্তী • কলকাতা |
দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেট থেকে বারাসতের ডাকবাংলো মোড় পর্যন্ত যশোহর রোডের ৭.২ কিলেমিটার অংশে তৈরি হবে চারটি লেন। ওই কাজটি অবশ্য আরও বড় একটি প্রকল্পের অংশ।
ডাকবাংলো মোড় থেকে যশোহর রোড মিলছে ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে। আপাতত চলছে সেই রাস্তা সম্প্রসারণের কাজ। এ দিকে, কলকাতা থেকে ওই জাতীয় সড়ক ধরতে হলে যশোহর রোডের ওই অংশের উপর দিয়েই যেতে হবে। তাই জাতীয় সড়ক সারাতে গেলে চওড়া করা প্রয়োজন যশোহর রোডের ওই গুরুত্বপূর্ণ অংশটিও। নানা জটিলতায় বেশ কিছু দিন ধরেই আটকে যাচ্ছিল সেই কাজ। আপাতত জট ছাড়ল কিছুটা অংশের। তবে রাস্তা সম্প্রসারণের আগে সরিয়ে ফেলতে হবে জলের পাইপ, বিদ্যুৎ আর টেলিফোন লাইনের খুঁটি। তার জন্য স্থানীয় তিনটি পুরসভা এবং সংশ্লিষ্ট সরকারি দফতরকে মোট আট কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।
এ দিকে, বারাসতের সন্তোষপুর থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তার দু’পাশে রয়েছে বাড়িঘর, রেলগেট। ওই অংশে চারটি লেন করা কঠিন বলে পূর্ত দফতরের আধিকারিকদের একাংশ মনে করছেন। তাই রাস্তার ওই অংশটিতে কী করা হবে, তা ঠিক করতে কোনও কেন্দ্রীয় সরকার স্বীকৃত সংস্থাকে দিয়ে নতুন করে সমীক্ষা করাতে চায় রাজ্যের পূর্ত দফতর। |
|
সম্প্রসারণের আগে যশোহর রোডে নিকাশির সংস্কার। ছবি: সুদীপ ঘোষ। |
পূর্ত দফতরের এক কর্তা বলেন, আড়াই নম্বর গেট (বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মোড়) থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত চারটি লেন করার কাজ যাতে তাড়াতাড়ি শুরু হয়, তার জন্য শীঘ্রই জলের লাইন ও বিদ্যুতের লাইন সরানো হবে। নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম এবং বারাসত পুরসভাকে জলের লাইন সরানোর জন্য টাকা দেওয়া হয়েছে। টাকা দেওয়া হয়েছে বিদ্যুৎ বণ্টন দফতরকেও।
পূর্ত সড়ক বিভাগের এক কর্তা বলেন, আড়াই নম্বর গেট থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত দু’পাশে রয়েছে খোলা নর্দমা। সেগুলি বন্ধ করে মাটির নীচে পাইপ বসিয়ে নিকাশি নালা হবে। ৭.২ কিলোমিটার ওই রাস্তা নতুন ভাবে তৈরির খরচ ধরা হয়েছে ৬০ কোটি টাকা। দোলতলার কাছে খালের উপরে একটি নতুন সেতুও দরকার হবে। জাতীয় সড়ক বিভাগের মুখ্য বাস্তুকার বিবেক রাহা বলেন, “২৫ মে দিল্লিতে বৈঠক আছে। সেখানে ওই সেতুটি নিয়েও আলোচনা হবে। যে আট কোটি টাকা পুরসভা এবং সরকারি দফতরকে দেওয়া হয়েছে, তা-ও কেন্দ্রের কাছে চাওয়া হবে।”
কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কই একমাত্র রাস্তা। জমি সমস্যার জন্য বিভিন্ন জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। ভিআইপি রোডকে যানজট-মুক্ত করতে ইতিমধ্যেই বাগুইআাটি থেকে জোড়ামন্দির পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে কেষ্টপুর, বাগুইআাটি এবং জোড়ামন্দিরের কাছে তিনটি আন্ডারপাস তৈরির কাজ। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তাই যশোহর রোডের আড়াই নম্বর গেট থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত রাস্তার কাজ তাড়াতাড়ি শুরু করতেও তোড়জোড় শুরু চলছে। |
|
|
|
|
|