পুকুরে ছাত্রের দেহ, অভিযোগ উঠল খুনের
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
কয়েকদিন নিঁখোজ থাকার পর এক ছাত্রের পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সুরজিত হালদার (২২)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুর থেকে ওই ছাত্রটির পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। সে দক্ষিণ বারাসত কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল। বাড়ি কুলপির মির্জাপুরে। বুধবার সকালে তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ছাত্রটিকে খুন করা হয়েছে। ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুরজিতের এক প্রেমিকা-সহ চারবন্ধুকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে সুরজিত কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরও সুরজিতকে পাওয়া না যাওয়ায় থানায় নিঁখোজ ডায়েরি করেন সুরজিতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জামা দেখে মৃতদেহটি শনাক্ত করেন সুরজিতের পরিবার। মৃত ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, পাশের গ্রামের একটি কিশোরীর সঙ্গে সুরজিতের প্রেমের সর্ম্পক ছিল। এরপর কলেজেও একটি মেয়ের সঙ্গে সুরজিতের সর্ম্পক গড়ে ওঠে। মৃতের মায়ের অভিযোগ, “ছেলে কয়েকমাস আগে পাশের গ্রামের এক কিশোরীকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ছেলে বেকার হওয়ায় প্রস্তাবে কেউই রাজি হয়নি। এরপর ফোনে কলেজের এক বান্ধবীর দাদার হুমকি ফোন আসত বলে জানাত ছেলে। আমাদের সন্দেহ ছেলে মারা যাওয়ার সঙ্গে ওই হুমকি ফোনের যোগ রয়েছে।”
|
পুরসভার বিরুদ্ধে হাবরায় বিক্ষোভ বামেদের
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
অশোকনগর-কল্যাণগড় পুরসভার পর এ বার হাবরা। নাগরিক পরিষেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে পুরসভার উদাসীনতার অভিযোগে বুধবার বিক্ষোভ দেখালেন বামেরা। পরে পুরসভার চেয়ারম্যান তপতী দত্তর কাছে স্মারকলিপি দেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার অশোকনগর-কল্যাণগড় পুরসভার সামনে বিক্ষোভ দেখান বামেরা। পুরপ্রধানকে স্মারকলিপি দেওয়া হয়। বস্তি উন্নয়ন প্রকল্পে গরিব মানুষের জন্য বাড়ি, রাস্তায় আলো, নিকাশির কাজ দ্রুত শেষ করা, বেহাল রাস্তার সংস্কার-সহ ১৪ দফা দাবিতে এ দিন হাবরার পুরপ্রধানকে স্মারকলিপি দেন বামেরা। উপস্থিত ছিলেন হাবরার প্রাক্তন বিধায়ক সিপিএমের প্রণব ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বাবুল কর প্রমুখ। পাশাপাশি নির্দিষ্ট সময়ে পুর নির্বাচন করারও দাবি জানান তাঁরা। ২০০৮ সালের ১৫ জুলাই তৃণমূল পুরসভায় ক্ষমতায় আসে। প্রণববাবুর অভিযোগ, ‘‘যথাযথ পুর পরিষেবা দিতে পারছে এই পুরসভা। বহু রাস্তাতেই আলোর ব্যবস্থা নেই। গত পাঁচ বছরে দিশাহীন ভাবে উন্নয়নের কাজ হয়েছে। কাউন্সিলারদের বৈঠক ডাকা হয়নি।” পুর কর্তৃপক্ষের দাবি, বস্তি উন্নয়নের কাজ প্রায় শেষ। রাস্তাঘাটও সংস্কার করা হচ্ছে। আর নির্বাচন রাজ্য সরকারের বিষয়। চেয়ারম্যান তপতী দত্ত বলেন, “এতদিন ওরা চুপ করে বসেছিলেন। স্মারকলিপি দেননি। এখন নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে এ সব অভিযোগ করছেন।”
|
বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
বরয়াত্রী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কলকাতা-বাসন্তি হাইওয়ের উপর পালবাড়ি মোড়ের কাছে। আহত হয়েছেন সাতজন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ন্ত হালদার (৩৮)। তাঁর বাড়ি ঢোলাহাট এলাকায়। আহতদের বাসন্তি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। চালক পলাতক। অন্যদিকে, বুধবার বিকেলে মগরাহাট-উস্থি রোডে খনকার বাজার মোড়ে গাড়ি চাপা পড়ে একটি শিশু মারা যায়। পুলিশ জানায়, মৃতের নাম মণিরুল শেখ (৫)। মৃতের বাড়ি স্থানীয় এলাকাতেই। পুলিশ জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ একটি গাড়ির চাকার নীচে চাপা পড়ে যায় শিশুটি। তাকে স্থানীয় মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পাথরপ্রতিমার রাক্ষসখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শর্মিলা মাইতি (১৯)। তিনি কীটনাশক খেয়েছিলেন। এই ঘটনায় শর্মিলার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা। স্বামী সুভাষ মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুর ও শ্বাশুড়ি পলাতক। |