আগে একাধিকবার তাঁকে বোঝানো এবং সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি থামেননি। ক্রমাগত বসিরহাট-১ ব্লকের বিডিও বিপ্লব মণ্ডলকে ফোন করে প্রেম নিবেদন এবং আপত্তিকর এসএমএস পাঠিয়ে তাঁকে বিরক্ত করা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে ব্লকেরই এক আশাকর্মীকে বুধবার সকালে গ্রেফতার করল পুলিশ। তাঁর বাড়ি বসিরহাটের পশ্চিম মধ্যমপুরে। এ দিনই অবশ্য তিনি বসিরহাট আদালত থেকে জামিন পান।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিশেষ কথা বলতে রাজি হননি ওই মহিলা। তিনি বলেন, “বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত। দফতরের বিষয় দফতরেই মিটিয়ে নেব।”
গত বছর নভেম্বর মাস থেকে ওই ফোন এবং এসএমএস পেতে শুরু করেন বিপ্লববাবু। তিনি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সেই সময়ে পুলিশ ওই মহিলাকে আটক করে। পুলিশের কাছে মহিলা জানান, তাঁর স্বামী ব্যবসায়ী। ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। প্রাথমিক ভাবে মহিলা ও তাঁর পরিবারের সম্মানের কথা ভেবে ওই আশাকর্মীকে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু তার পরেও তিনি সতর্ক হননি বলে অভিযোগ। কোনও ভাবেই মহিলাকে বোঝানো সম্ভব না হওয়ায় গত ৯ এপ্রিল থানায় ফের তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিডিও। মঙ্গলবার পুলিশ তাঁকে বাড়িতে গিয়ে সাবধান করে আসে। ওই রাতেই তাঁর মোবাইলে ১২টি আপত্তিকর এসএমএস আসে বলে দাবি বিপ্লববাবুর। বছর বিয়াল্লিশের বিপ্লববাবু বিবাহিত। তিনি বলেন, “এখানে আমি একাই থাকি। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে আমি না পারছিলাম ব্যক্তিগত কাজ করতে, না পারছিলাম দফতরের কাজ করতে। ফোন এলেই আতঙ্ক লাগত। বাধ্য হয়ে বিষয়টি মহকুমাশাসককে জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।” |