|
|
|
|
আই লিগের দরপত্র জমা দিল তিন কর্পোরেট দল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
২০১৩-১৪ আই লিগে খেলার জন্য মোট তিনটি নতুন কর্পোরেট ক্লাব দরপত্র জমা দিল ফেডারেশন অফিসে।
আজ, দরপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকালের মধ্যে জেএসডব্লু (জিন্দল স্টিল ওয়ার্কস), এ কনসোর্টিয়াম ফ্রম কেরালা ও মুম্বই টাইগার্সের বিড জমা পড়ে। জেএসডব্লু তাদের হোম ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। মুম্বই টাইগার্স-এর হোম-ম্যাচ হবে মুম্বইয়ে। আর কেরলের দলটির হোম ম্যাচ খেলা হবে কোচিতে। দরপত্রগুলি খতিয়ে দেখবে ফেডারেশনের ইভ্যালুয়েশন কমিটি। আগামী মঙ্গলবার ফুটবল হাউসে বসছে এই কমিটি। আর ঠিক তার পরের দিন ফেডারেশনের জরুরি কমিটির বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই নতুন তিন কর্পোরেট ক্লাবের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে।
এ দিকে, দারুণ আশাবাদী আই-লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ধর। বলছিলেন, “আই লিগের জন্য তিনটে নতুন কেন্দ্র পাওয়া গেল। আগামী পাঁচ বছরে তিনটে নতুন স্টেডিয়ামও পাওয়া যাবে। সব থেকে বড় কথা আই লিগকে ছড়িয়ে দেওয়া যাচ্ছে বেঙ্গালুরু আর কোচিতে।” ফেডারেশন সচিব কুশল দাসও খুশি। বললেন “আমরা তিনটে নতুন ক্লাব আনতে চেয়েছিলাম। তিনটে বিড পেয়েছি। তবে তিনটে দল থাকলে ভাল। তা না হলে যে ক’টা দল থাকবে তাদের নিয়েই পরের আই লিগ হবে। তিনটে ক্লাব হলে আই লিগ হবে ১৬ দলের। ওএনজিসি আর এয়ার ইন্ডিয়া এমনিতেই বাদ। সিকিম ইউনাইটেড নেমে যাচ্ছে। তাদের জায়গায় দ্বিতীয় ডিভিশন থেকে দুটো দল উঠছে এবং নতুন এই তিনটে দল নিয়ে মোট ১৬ দল হবে।” সুনন্দ আবার মনে করছেন আই লিগে কর্পোরেট ক্লাব এলে ফুটবল পরিকাঠামো আর যুব ফুটবলের উন্নতি হবে। |
|
|
|
|
|