|
|
|
|
শর্ত মানলে ভারতের নির্বাসন তুলে নিতে রাজি আইওসি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অলিম্পিক মঞ্চে ভারতের প্রত্যাবর্তনের রাস্তাটা অনেকটাই প্রশস্ত হল। আজ লুসানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) শর্তসাপেক্ষে ভারতের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার ব্যাপারে একরকম রাজি হয়ে গিয়েছে। তবে অলিম্পিক মঞ্চে ফিরতে হলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে হবে। সবার আগে আইওসি-র শর্ত মেনে বার্ষিক সাধারণ সভা ডেকে অলিম্পিক চার্টার অনুযায়ী নতুন করে নির্বাচন করতে হবে। এবং সেটা করতে হবে অবিলম্বে।
ভারতীয় প্রতিনিধি দলের এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, “আইওসি প্রধান জাক রোগের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর যা কথা হয়েছে, তাতে খুব তাড়াতাড়ি অলিম্পিকে ফিরতে পারার ব্যাপারে আমরা আশাবাদী।” প্রতিনিধি দলের ওই কর্তা জানিয়েছেন, আইওএ-র সংবিধান সংশোধন এবং সেই সংশোধনের মধ্যে পদে থাকার বয়স এবং সময়সীমা নিয়ে আইওসি যে সব শর্ত দিয়েছে সেগুলি মানতে রাজি হয়েছে ভারত। সঙ্গে এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, আইওএ-র কাজকর্মে কোনও রকমের সরকারি হস্তক্ষেপ হবে না। তাদের সব শর্ত মানা হবে বলে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই আইওসি নির্বাসন প্রত্যাহারের ইঙ্গিত দেয় বলে ওই কর্তা জানিয়েছেন।
আইওসি কর্তাদের সঙ্গে আজকের সভায় ভারতীয় প্রতিনিধি দলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সচিব পি কে দেব, শ্যুটার অভিনব বিন্দ্রা ও নৌবাইচের মালব শর্ফ। আইওএ-র তরফে ছিলেন তিরন্দাজি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তারলোচন সিংহ, স্কোয়াশ ও র্যাকেট ফেডারেশনের প্রেসিডেন্ট এন রামচন্দ্রন, কায়াকিংয়ে প্রধান এস রঘুনাথন, হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নরেন্দ্র বাত্রা ও ঝাড়খণ্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান আর কে আনন্দ। তবে আজকের সভার আগে আইওএ-র ভাইস-প্রেসিডেন্ট বিজয় কুমার মলহোত্র ও ভারতে আইওসি-র সদস্য রণধীর সিংহ শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি দল থেকে সরিয়ে নিয়েছিলেন। |
|
|
|
|
|