টুকরো খবর |
বাগানে সমস্যা |
অবনমনের ভূত ঘাড় থেকে নামার পর বাগানে এ বার ডামাডোল ফুটবলারদের বকেয়া বেতন মেটানো নিয়ে।সমস্যা এতটাই ঘোরতর যে বকেয়া বেতন মেটানো না হওয়ায় বুধবার অনুশীলনে নামতে বেঁকে বসেন সবুজ-মেরুন ফুটবলাররা। ক্লাব তাঁবু থেকেই তাঁরা গোটা বিষয় জানিয়ে ফোন করেন কর্তাদের। শুক্রবার ঘরোয়া লিগে করিম বেঞ্চারিফার দলের গুরুত্বপূর্ণ ম্যাচ প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই আসরে নামেন শীর্ষ কর্তারা। চলে ফুটবলারদের বোঝানোর পালা। শেষমেশ কর্তারা বকেয়া বেতনের কিছুটা মেটাতে রাজি হওয়ায় নরম হন ফুটবলাররা। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত বলছেন, “ফুটবলারদের বকেয়া বেতনের একটা কিস্তি মেটানো হয়েছে। বাকি বেতনও তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে।” যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের বেশ কয়েকজন ফুটবলারের বক্তব্য, এখনও দু’তিন মাসের বেতন বাকি রয়েছে তাঁদের।
|
রাইসের তোপ |
ডেল স্টেইনদের কোচের পদ থেকে গ্যারি কার্স্টেনের সরে আসা এবং পরবর্তী কোচ হিসাবে রাসেল ডমিঙ্গোর অর্ন্তভুক্তির নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে পাচ্ছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ক্লাইভ রাইস। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) কে এক হাত নিয়ে রাইস বলেছেন, “বিশ্বকাপ উপহার দেওয়ার উপযুক্ত কোচ ছিল গ্যারি। ওর দায়বদ্ধতাও কারও অজানা নয়। ওর সরে যাওয়ার পিছনে বড় কারণ রয়েছে।” এখানেই না থেমে রাইস বলছেন, “রাজনৈতিক হস্তক্ষেপও উড়িয়ে দেওয়া যায় না। গ্যারি সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টার মধ্যেই পরের কোচ হিসাবে ঘোষণা করে দেওয়া হল রাসেলের নাম। দেখা হল না বিশ্বকাপ এনে দেওয়ার অন্য কোনও কোচ আছে কি না।” এমনিতেই সিএসএ-র সঙ্গে অম্লমধুর সম্পর্ক রাইসের। এই মন্তব্যের পর তার আরও অবনতি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
|
ধর্ষণে অভিযুক্ত |
জানুয়ারিতে মার্সেই থেকে যোগ দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সে। নতুন ক্লাবে ছ’গোল করলেও ইপিএলে দলের অবনমন বাঁচাতে পারেননি ফরাসি স্ট্রাইকার লোয়িক রেমি। এ বার নিজের ফ্ল্যাটে ৩৪ বছরের এক মহিলাকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। রেমির সঙ্গে তাঁর এক তুতো ভাই এবং বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। দেশের হয়ে ১৮ ম্যাচে চার গোল করা রেমির ব্যাপারে যদিও কোনও মন্তব্য করতে চাননি কুইন্স পার্ক রেঞ্জার্স কর্তারা।
|
ভারতে বোকা জুনিয়র্স |
বাংলা এবং কেরল ভারতের দুই ফুটবল রাজ্যেই পা পড়েছে তাঁর। এ বার সুনীল ছেত্রীদের দেশে পথ চলা শুরু হল সেই দিয়েগো মারাদোনার ক্লাব বোকা জুনিয়র্স ফুটবল অ্যাকাডেমির। বুধবারই বেঙ্গালুরুতে শুরু হল লাতিন আমেরিকান ক্লাবটির প্রথম ফুটবল স্কুল। ভারতে ফুটবল স্কুল শুরু করতে পেরে খুশি বোকা জুনিয়র্স কর্তারাও। ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল অ্যাঞ্জেলিসি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দিনে দেশের অন্যপ্রান্তেও এ ধরনের ফুটবল স্কুল খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের।
|
বিশ্বটিটিতে মৌমারা |
প্যারিসে বিশ্ব টেবল টেনিসে জয়জয়কার ভারতীয়দের। বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেন মৌমা দাস, কে শামিনি এবং মধুরিকা পাটকররা। এদের সঙ্গেই পুরুষ বিভাগে চূড়ান্ত পর্বে গেলেন সৌম্যজিৎ ঘোষ। এ দিন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রিয়ান চুংকে মৌমা হারান ৪-১ ফলাফলে। পুরুষ বিভাগে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী জুলিয়েন ইন্দেরবার্গকে ৮-১১, ১১-৯, ১১-৩, ১১-৫, ৫-১১, ১১-৫ ফলাফলে হারিয়েছেন সৌম্যজিৎ। |
স্মরণসভা |
আন্তর্জাতিক ওয়াটারপোলো প্লেয়ার অশোক বিশ্বাসের স্মরণসভা আজ ১৬ মে, ৭৭ মানিকতলা স্ট্রিটের জগৎ জননী মন্দিরে সন্ধ্যে সাতটায়। ‘জলের সম্রাট’ নামে খ্যাত অশোকবাবু প্রয়াত হন গত ৮ মে, একাত্তর বছর বয়সে। |
|