আমাদের
আর রোখা যাবে না
সোমবার পোলার্ড-ঝড়ের পর বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় তিন দিনের মধ্যে এমন দুটো স্মরণীয় ঘটনার পর বলতেই হচ্ছে, আমাদের মুম্বই ইন্ডিয়ান্সকে বোধহয় আর রোখা যাবে না।
যে কোনও টুর্নামেন্টেই এক বা একাধিক স্পেশ্যাল মুহূর্ত আসেই। দু’দিন আগেই কায়রন পোলার্ডের কাছ থেকে আমরা সে রকমই একটা স্পেশ্যাল মুহূর্ত উপহার পেলাম। তার পর বুধবারের জয়টা। জয় নিয়ে তো রোজই ভাবি আমরা, বিশ্বাস করবেন কি না জানি না, সোমবার আমাদের টিম মিটিংয়ে পোলার্ডের ব্যাটিং-ঝড়ের সম্ভাবনা নিয়ে আলোচনাও হয়েছিল!
কিন্তু এ দিন আমাদের ব্যাটিং যে মুখ থুবড়ে পড়বে, ভাবা কঠিন ছিল। আগের ম্যাচে পোলার্ড প্রথম দলে ওর প্রত্যাবর্তনকে একশো ভাগ মযার্দা দিয়েছিল যেমন, তেমনই এ দিন দিল আদিত্য তারে। আহত সচিনের জুতোয় পা গলিয়ে নামা ২৫ বছরের ছেলেটার ব্যাটিং দেখে কে বলবে, আইপিএলে এটাই ওর প্রথম ম্যাচ? আগের দিন পোলার্ড-রোহিত জুটি দুর্দান্ত ভাবে সব সামলে দিয়েছিল। এ দিন তেমন ভাবে কোনও পার্টনারশিপ না হওয়াটা দুর্ভাগ্যের। একা আদিত্য ৩৭ বলে ৫৯ রান করে বুক চিতিয়ে না দাঁড়ালে ১৬৬-তেও হয়তো পৌঁছতে পারতাম না আমরা। আমাদের শিবিরে কোথাও কি আত্মতুষ্টি উঁকি মারছে? বোলারদের পারফরম্যান্স অবশ্য সেই ভাবনায় সায় দেয়নি। ওদের ভাল বোলিংয়েই তো রাজস্থানের ব্যাটসম্যানরা আউট হল।
সানরাইজার্স ম্যাচে শেষ চার ওভারে আমাদের আস্কিং রেট ষোলোয় উঠেছিল। ওই অবস্থায় কেউ যদি অক্ষত বেরিয়ে আসতে পারে, সে পোলার্ড। কিন্তু রোজ ওর ব্যাটে ঝড় উঠবে, এমন আশা করা উচিত নয়। বুধবার ও দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হল। বুধবার ওর মাত্র ১৭ রানের ইনিংসেও একটা ছয় ছিল।
সোমবার কঠিন টার্গেট সফল ভাবে তাড়া করে ঘরের মাঠে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখতে পারায় এ দিনের বিগ ম্যাচের জন্য আমরা মানসিক ভাবে আরও শক্তিশালী ছিলাম। রাহুলের দলও আমাদের মতো ওদের হোম জয়পুরে আটটা ম্যাচই জিতেছে। এখন আমরাও ওয়াংখেড়েতে আটে আট। সেই ম্যাজিক ফিগার রাজস্থান রয়্যালসের মতো দলকে ১৪ রানে হারিয়ে ছুঁতে পারার চেয়ে ভাল আর কী হতে পারে!

পোলার্ড-ওয়াটসন ঝামেলা
দুই তারকার কথা কাটাকাটি। ওয়াটসন যখন ব্যাট করছিলেন, তখন পোলার্ড তাঁকে কিছু বলেন। এর পর উত্তেজিত ওয়াটসন তেড়ে যান পোলার্ডের দিকে। আম্পায়াররা দু’জনকে সরিয়ে নিয়ে যান। ওয়াটসন ডাগআউটে ফেরার পর দ্রাবিড় তাঁকে শান্ত করেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.