পাঠানের পায়েই পতন
ধারা ৩৭
দু’জন ব্যাটসম্যানের মধ্যে কেউ ফিল্ডিং দলের কাউকে মৌখিক বা অন্য কোনও উপায়ে ইচ্ছাকৃত ভাবে বাধা দিলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর জন্য আউট হবে। যদি বাধা ইচ্ছাকৃত না হয়, দুর্ঘটনা হয়, তা হলে ব্যাটসম্যানকে আউট দেওয়া যাবে না।


পার্নেলের আবেদন


আম্পায়ারের রায়

পাঠানের বিদায়

রাঁচির ছবি বিসিসিআই ও প্রশান্ত মিত্র

গৌতম গম্ভীর:
হারটা হজম করা কঠিন। পাঠান যে ভাবে ব্যাট করছিল জিতেও যেতাম। কিন্তু ও অদ্ভুত ভাবে আউট হল। এ রকম আউট কখনও দেখিনি। জানি না কী হল।

কপিল দেব: হিট অফ দ্য মোমেন্টে পাঠানের ভুল হয়েছে। বাকি মরসুম, হয়তো বাকি জীবনেও এই ভুলের জন্য ইউসুফকে চোখের জল ফেলতে হবে।

ওয়েন পার্নেল: পাঠানের ঘটনায় পরিষ্কার বলতে চাই, আমি ওকে আউট দিইনি, আম্পায়াররা দিয়েছেন। আমি কঠিন ভাবে খেললেও নিয়ম মেনে খেলি।

জুহি চাওলা: কেকেআর তা হলে টুর্নামেন্টের বাইরে চলে গেল। ইউসুফ পাঠানের সিদ্ধান্তটা নিয়ে আরও খারাপ লাগছে। বোলার যে ইউসুফকে টেনে ধরছিল, তার কী হল?

অ্যালান ডোনাল্ড: জায়েন্ট স্ক্রিনে পরিষ্কার দেখা গেল যে পাঠান ইচ্ছে করে বলটা সরিয়ে দিচ্ছিল। থার্ড আম্পায়ার খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আশা করব এই ঘটনা থেকে বাকি ক্রিকেটাররা কিছু শিখবে।


অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের শিকার

• টেস্টে ইংল্যান্ডের লেন হাটন ()
একদিনের ম্যাচে

পাকিস্তানের
রামিজ রাজা
(
)

পাকিস্তানের
ইনজামাম উল হক
(
)

পাকিস্তানের
মহম্মদ হাফিজ
(
)

ভারতের
মোহিন্দর অমরনাথ
(
)
টি ২০ ক্রিকেটে প্রথম এই আউটের শিকার


আম্পায়ারের বিচারসভায়


দুশো ভাগ আউট। বেনিফিট অব ডাউটের কোনও জায়গা নেই। ইউসুফ নিজের অজান্তে পায়ে বল লাগিয়ে ফেললে বলটা লাগত ওর আঙুলে। বলের গতিও সেক্ষেত্রে সামনের দিকে থাকত। যে দিকে ব্যাটসম্যান দৌড়চ্ছিল। কিন্তু টিভিতে দেখলাম, ব্যাটসম্যান পায়ের চেটো দিয়ে বলটা পাশের দিকে সরিয়ে দিল। পরিষ্কার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। আউট না দিলেই বরং ভুল হত। আর আউট দেওয়ার আগে মাঠের আম্পায়ারের থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চাওয়াতেও আমার মতে কোনও ভুল নেই। টিভিতে দেখে যত দূর মনে হচ্ছে, ওই ঘটনার সময় ইউসুফ আর বোলার পার্নেলের মধ্যে ধাক্কা লাগার মতো হয়েছিল। সেই ব্যাপারেই টিভি আম্পায়ারের মতামত নেওয়া হয়েছে। কারণ ইউসুফকে আউট ঘোষণা কিন্তু মাঠের আম্পায়ারই করেছে।

আউটটা পঞ্চাশ-পঞ্চাশ। ফুটবলে হ্যান্ডবল দেওয়ার ক্ষেত্রে যেমন দেখা হয় বলটা প্লেয়ারের হাতে এসে লেগেছে, না প্লেয়ার ইচ্ছাকৃত ভাবে বলে হাত লাগিয়েছে। ইউসুফের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের ক্ষেত্রেও তেমনই। প্রধান বিচার্য ব্যাটসম্যানের দৌড়নোর সময় বল তার পায়ে লেগেছে, না ব্যাটসম্যান ইচ্ছাকৃত ভাবে পা দিয়ে বলটা সরিয়ে দিয়েছে। টিভিতে দেখে আমার মনে হল, ইউসুফের ক্ষেত্রে আরও একটা ব্যাপার মাথায় রাখা দরকার— ও যখন বোলার’স এন্ডের দিকে দৌড়চ্ছিল, তখন বোলারের ওকে একটা ধাক্কা দেওয়ার মতো কিছু ঘটেছিল। তার জন্যই ইউসুফের পায়ে লেগে বলটা সরে গিয়েছিল কি না সেটাও ভাবা দরকার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.