সুব্রত পোড়েল
দুশো ভাগ আউট। বেনিফিট অব ডাউটের কোনও জায়গা নেই। ইউসুফ নিজের অজান্তে পায়ে বল লাগিয়ে ফেললে বলটা লাগত ওর আঙুলে। বলের গতিও সেক্ষেত্রে সামনের দিকে থাকত। যে দিকে ব্যাটসম্যান দৌড়চ্ছিল। কিন্তু টিভিতে দেখলাম, ব্যাটসম্যান পায়ের চেটো দিয়ে বলটা পাশের দিকে সরিয়ে দিল। পরিষ্কার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। আউট না দিলেই বরং ভুল হত। আর আউট দেওয়ার আগে মাঠের আম্পায়ারের থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চাওয়াতেও আমার মতে কোনও ভুল নেই। টিভিতে দেখে যত দূর মনে হচ্ছে, ওই ঘটনার সময় ইউসুফ আর বোলার পার্নেলের মধ্যে ধাক্কা লাগার মতো হয়েছিল। সেই ব্যাপারেই টিভি আম্পায়ারের মতামত নেওয়া হয়েছে। কারণ ইউসুফকে আউট ঘোষণা কিন্তু মাঠের আম্পায়ারই করেছে। |
সুব্রত বন্দ্যোপাধ্যায়
আউটটা পঞ্চাশ-পঞ্চাশ। ফুটবলে হ্যান্ডবল দেওয়ার ক্ষেত্রে যেমন দেখা হয় বলটা প্লেয়ারের হাতে এসে লেগেছে, না প্লেয়ার ইচ্ছাকৃত ভাবে বলে হাত লাগিয়েছে। ইউসুফের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের ক্ষেত্রেও তেমনই। প্রধান বিচার্য ব্যাটসম্যানের দৌড়নোর সময় বল তার পায়ে লেগেছে, না ব্যাটসম্যান ইচ্ছাকৃত ভাবে পা দিয়ে বলটা সরিয়ে দিয়েছে। টিভিতে দেখে আমার মনে হল, ইউসুফের ক্ষেত্রে আরও একটা ব্যাপার মাথায় রাখা দরকার— ও যখন বোলার’স এন্ডের দিকে দৌড়চ্ছিল, তখন বোলারের ওকে একটা ধাক্কা দেওয়ার মতো কিছু ঘটেছিল। তার জন্যই ইউসুফের পায়ে লেগে বলটা সরে গিয়েছিল কি না সেটাও ভাবা দরকার। |