টুকরো খবর |
কৃষকসভার স্মারকলিপিতে বাধা পিংলায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের বাধায় বিডিও-কে স্মারকলিপি দিতে পারল না সিপিএমের কৃষক সংগঠন। বুধবার এই অভিযোগ উঠেছে পিংলায়। শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা, একশো দিনের কাজের ব্যবস্থা, নিয়মিত বার্ধক্যভাতা দেওয়া, সারদা-কাণ্ডের সঠিক তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ-সহ ১৭ দফা দাবিতে এ দিন কৃষকসভার রাজ্যব্যাপী স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। পিংলাতেও আগে থেকেই বিডিও এবং থানাকে বিষয়টি জানানো হয়েছিল। সিপিএমের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্তের অভিযোগ, “আমাদের কর্মী-সমর্থকদের আটকাতে লাঠি হাতে বিভিন্ন জায়গায় তৃণমূল মিছিল করে, হুমকি দেয়। দলের দু’জনকে মারধরও করেছে।” এই পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে স্মারকলিপি না দেওয়ার সিদ্ধান্ত নেন নেতৃত্ব। নয়নবাবু বলেন, “আমরা যখন বুঝতে পারি পরিকল্পনা করেই আক্রমণ করা হয়েছে তখন স্মারকলিপি না দেওয়ার সিদ্ধান্ত নিই।” তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। দলের তরফে এই এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিবেক মুখোপাধ্যায় বলেন, “ঘটনার কথা জানি না। তবে আমরা গণতান্ত্রিক দল। এমন কিছু ঘটলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন জেলার অন্যত্র অবশ্য এই কর্মসূচি হয়েছে। বিভিন্ন ব্লকে বিক্ষোভ-সভা করেছে কৃষকসভা। সংগঠনের জেলা সম্পাদক হরেকৃষ্ণ সামন্তর কথায়, “বিভিন্ন ব্লকে একশো দিনের কাজ বন্ধ। কয়েকটি জায়গায় কাজের গতি একেবারে শ্লথ। আমরা কাজে গতি বাড়ানোর দাবি জানিয়েছি। বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ারও দাবি জানিয়েছি।” তাঁর মতে, “শিলাবৃষ্টির জেরেও বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের উচিত তাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা।”
|
ফের ক্লাবকে অনুদান মদনের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
অনুদান বিতর্কের মধ্যেই ফের ৪ হাজার ক্লাবকে টাকা দেওয়া হবে বলে ঘোষনা করলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বুধবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি বলেন, “অল্প কিছু দিনের মধ্যে আবার ৪ হাজার ক্লাবকে টাকা দেব।” গত জানুয়ারিতেই ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে। এই জেলার ৬৯টি ক্লাব ২ লক্ষ টাকা করে পেয়েছে। গত বছর ২ লক্ষ টাকা পেয়েছিল, এমন ২৭টি ক্লাবকেও ১ লক্ষ টাকা করে দেওয়া হয়। এ ক্ষেত্রে দলবাজি হয়েছে বলে অভিযোগ বিরোধী- শিবিরের। এমন বিতর্কের মধ্যেই ফের অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মন্ত্রী। যা শুনে জেলার এক সিপিএম বিধায়কের মন্তব্য, “আগে কারা টাকা পেয়েছে, কেন পেয়েছে, কিছুই বুঝেনি। এ বার একই পরিস্থিতি হয় কি না, সেটাই দেখার!”
|
ডেবরায় শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
লোধাদের শংসাপত্র সংক্রান্ত আবেদনপত্র সংগ্রহে বুধবার শিবির হল ডেবরা ব্লকের জলিবান্দা গ্রাম পঞ্চায়েতে। এ দিন ১৬৫ জন আবেদনপত্র জমা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরার বিডিও মালবিকা খাটুয়া, পঞ্চায়েত প্রধান দুলাল অধিকারী। সবংয়েও শিবির চলছে। সবংয়ের বিডিও কৌশিক চট্টোপাধ্যায় জানান, শিবিরে আবেদনপত্র সংগ্রহ ছাড়াও পুলিশের সাহায্যে ডাইন বিরোধী প্রচারও করা হচ্ছে। এই সংক্রান্ত তথ্যচিত্রও দেখানো হচ্ছে শিবিরে।
পুরনো খবর: লোধাদের শংসাপত্র দিতে শুরু হল শিবির |
সাত দিন ধরে কবিপ্রণাম শহরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রবীন্দ্র স্মৃতি সমিতি আয়োজিত সপ্তাহ ব্যাপী কবি প্রণামের সমাপ্তি হল বুধবার। গত ২৫ শে বৈশাখ মেদিনীপুরের রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তবে রবীন্দ্র কবিতা-গানের পরিবর্তে অনুষ্ঠানের শুরু হয় একটু অন্য ভাবে। ভবনের প্রাচীরে কবিগুরুর স্মৃতি বিজড়িত নানা ছবির আবরণ উন্মোচন করেন পিংলার বিশিষ্ট পটশিল্পী রানি চিত্রকর। পরে রানিদেবী রবীন্দ্রনাথের জীবনকথাও তুলে ধরেন পটের ছবি ও গানে। |
রবীন্দ্র নিলয়ে সেই দেওয়াল-ছবি। ছবি: কিংশুক আইচ। |
এই কবি প্রণাম অনুষ্ঠানে দেওয়াল চিত্রের শিল্পী আব্দুল সাদেককে সম্মানিত করা হয়। সাত দিনই সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এতে যোগ দেয়। রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ দাস জানান, প্রায় পাঁচশো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর অধিকাংশই ছিল কচিকাঁচা। |
|