নিষেধাজ্ঞাই সার। ইসলামপুর শহর জুড়ে রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ। বেড়েই চলেছে দূষণ। বিপর্যস্ত হয়েছে নিকাশি ব্যবস্থা। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করে দায় শেষ করেছেন পুর কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা মেনে চলা হচ্ছে কিনা সেই বিষয়ে কোনও তদারকি ছিল না। ফলে যা হওয়ার সেটাই হয়েছে। এ সব সমস্যার কথা অস্বীকার করেননি পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবালও। তিনি বলেন, “বাসিন্দাদের সচেতন করা হবে। সব ধরনের ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পুরকর্তার আশ্বাসে ভরসা রাখতে পারছেন না বাসিন্দারা। রাখবেন কেমন করে? শহর জুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগের ছড়াছড়ি। ২০১১ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে প্রচার শুরু করে পুরসভা। বাসিন্দাদের অভিযোগ, মুখে অনেক কথা বলা হলেও বাস্তবে ব্যবস্থা নেওয়া হয়নি। মাছ থেকে সব্জিবাজার সর্বত্র রমরমিয়ে চলতে থাকে। শহরের বাসিন্দা পেশায় জীববিজ্ঞান শিক্ষক বিশ্বজিৎ দাস বলেন, “নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ শহরকে দূষণের মুখে ঠেলে দিয়েছে। জীবাণু সংক্রমণের সম্ভাবনাও বেড়েছে।” শহরের পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের অভিযোগ, শুধুমাত্র প্রচার করে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করা যাবে না। প্রয়োজন শাস্তির ব্যবস্থা করা। সেটাই পুরকর্তারা করতে পারছেন না। যদিও পুরকর্তারা জানান, নতুন করে তাঁরা উদ্যোগী হচ্ছেন। কড়া ব্যবস্থা নেওয়া হবে। |