বীরশিবপুর স্টেশন রোডে হাঁটাই মুশকিল, সমস্যায় বাসিন্দারা
লুবেড়িয়া শিল্পনগরী তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। এই শিল্পনগরীতে রেলপথে আসতে হলে নামতে হলে বীরশিবপুর স্টেশনে। কিন্তু বীরশিবপুর স্টেশনে উত্তরদিকে যে স্টেশন রোড ধরে শ্রমিকেরা প্রতিদিন যান কারখানায়, সেই রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। পিচ তো সম্পূর্ণ উঠেই গিয়েছে, এমনকী ইটের খোওয়া উঠে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো হাঁটাচলাই মুশকিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরো আগে উলুবেড়িয়া তৎকালীন সাংসদ হান্নান মোল্লার সময়ে ওই রাস্তা সারাই হয়। তারপর থেকে ওই রাস্তা আর সারাই হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। প্রতিদিন এই রাস্তা দিয়েই হাজার হাজার শ্রমিক আসেন কারখানায়। রাস্তা খারাপের জন্যে শুধু চলে ট্রলিভ্যান বা রিকশা।

হতশ্রী রাস্তা। —নিজস্ব চিত্র।
বহুকাল আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে ট্রেকার বা অটো। ফলে ভোগান্তি হয় সাধারণ মানুষের। অথচ ওই শিল্পনগরী থেকেই লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় হয় রাজ্য সরকারের। তবু রাস্তা সারাইয়ের ব্যাপারে উদাসীন প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
দেড় কিলোমিটারের এই রাস্তাটি উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির মহেশপুর পঞ্চায়েতের অধীন। প্রধান গোবিন্দ দত্ত বলেন, “এই রাস্তাটি আমাদের অ্যাকশন প্ল্যানে নেই, তবে আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।” অন্য দিকে, উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ নাসিরুদ্দিন বলেন, “আমরা ওই রাস্তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। দ্রুত ওই রাস্তা সারাইয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে।” উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়ের কথায়, “আমার এ বিষয়ে জানার কথা নয়, তবে খোঁজ নিয়ে দেখব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.