মোদী নন, আডবাণী প্রকাশ্যেই সরব উমা
বিজেপির অন্দরের কোঁদলকে আবার হাটে এনে ফেললেন উমা ভারতী। বিতর্কিত এই নেত্রী আজ চাঁছাছোলা ভাষায় জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী ভিড় টানতে পারেন বলেই তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে হবে, এ যুক্তি অর্থহীন। তিনি বা বরুণ গাঁধীও কম লোক টানেন না। উমার মতে প্রধানমন্ত্রী পদে লালকৃষ্ণ আডবাণীই সর্বোত্তম।
হরিদ্বারে গঙ্গা অভিযান-এর মধ্যেই ক’দিনের জন্য দিল্লি ফিরেছেন উমা। আজ সকালে তিনি দেখা করেন আডবাণীর সঙ্গে। তার পর একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রসঙ্গে সাফ জানান, “কেউ ভিড় টানলেই তাঁকে প্রধানমন্ত্রী করতে হবে? মোদীকে ঘিরে যেমন ভিড় হয়, আমি রাস্তায় বেরোলেও তেমনই ভিড় হয়। বরুণ গাঁধীর সভাতেও তো কম ভিড় হয় না! তার মানে কি আমাদের প্রধানমন্ত্রী করতে হবে?” মোদীকে এ ভাবে কটাক্ষ করার পাশাপাশি বিজেপির অগ্নিকন্যা জানিয়ে দেন, প্রধানমন্ত্রী পদে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে কারও তুলনা চলে না। জনসঙ্ঘের সময় থেকে অটল-আডবাণীই বিজেপিকে গড়েছেন। তাঁদের উচ্চতার ধারে কাছে কেউ নেই। উমার এই মন্তব্য ঘিরে দলের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। উমার এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তা হলে আডবাণীর মনের কথাই কি বললেন উমা? মোদী-ঘনিষ্ঠ বিজেপি নেতারা অভিযোগ করে আসছেন, গুজরাতের মুখ্যমন্ত্রীকে আটকে নিজে আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আডবাণী।
কিন্তু সমস্যা হল, দেশজুড়ে নেতা-কর্মীদের মধ্যে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন মোদী। সে ক্ষেত্রে মোদীর জনপ্রিয়তাকে ভোট কাড়ার কাজে লাগানো হলেও শেষ মুহূর্তে আডবাণী নিজে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা রাখেন। তাই কর্নাটকে পরাজয়ের পরেও তিনি দলের সমালোচনা করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার চেষ্টা করছেন। মোদীর নামে অনেক শরিকেরই আপত্তি রয়েছে। অনেকের ধারণা, সে পরিস্থিতিতে আডবাণী নিজেকে সবর্জনগ্রাহ্য নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করতে পারেন।
উমা-ঘনিষ্ঠ নেতা গোবিন্দাচার্যও আগে বলেছিলেন, “আডবাণীরই প্রধানমন্ত্রী হওয়া উচিত। মোদী বড়জোর স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও সম্প্রতি প্রধানমন্ত্রী পদে আডবাণীর পক্ষেই সওয়াল করেছেন। বিজেপি নেতারা উমার মন্তব্য নিয়ে মুখ খুলতে চাইছেন না। তাঁদের মতে, কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন, তা নিয়ে দলে এখনও আলোচনাই শুরু হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.