বিমানের জ্বালানি কর নিয়ে বিতর্ক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অন্য রাজ্যের বিমানবন্দরের তুলনায় কলকাতায় বিমানের জ্বালানির উপরে করের বোঝা বেশি। বাড়তি দায় চাপছে বিমান সংস্থাগুলির ঘাড়ে। বিষয়টি জানা সত্ত্বেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না বলে বুধবার কলকাতা বিমানবন্দরে অভিযোগ করলেন এয়ার ইন্ডিয়ার মুখ্য অধিকর্তা রোহিত নন্দন। সম্প্রতি কলকাতা এয়ারপোর্ট অথরিটির কর্তৃপক্ষের তরফেও কার্যত একই অভিযোগ করা হয়েছিল। রাজ্যের তরফে অবশ্য বলা হচ্ছে, জ্বালানি কর নিয়ে অন্য কোনও বিমান সংস্থা আপত্তি তোলেনি। জ্বালানি কর নিয়ে বিতর্কের মধ্যেই এ দিন ফের উড়ল ড্রিমলাইনার। |
জানুয়ারিতে কারিগরি ত্রুটির জন্য ড্রিমলাইনারের উড়ান বন্ধ হয়ে গিয়েছিল। সেই ত্রুটি মেরামত করে সব রকম ছাড়পত্র পাওয়ার পরে এ দিন ফের ওই উড়ান চালু করলেন কর্তৃপক্ষ। সেই উপলক্ষেই কলকাতায় আসেন মুখ্য অধিকর্তা-সহ এয়ার ইন্ডিয়ার পদস্থ আধিকারিকেরা। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এয়ার ইন্ডিয়া-কর্তারা জানান, কলকাতা থেকে সরাসরি অন্য দেশে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা থাকলেও কিছু সমস্যা রয়েছে। তখনই তাঁরা বলেন, এখানে যাত্রীর সংখ্যা তুলনায় কম। আবার জ্বালানির উপরে করের বোঝা বেশি। রাজ্যের অর্থ দফতর সূত্রে বলা হয়, এয়ার ইন্ডিয়া জ্বালানির উপরে করের বোঝার কথা বললেও বিভিন্ন বিমান সংস্থা কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান চালু করেছে। তারা জ্বালানিতে করের হার নিয়ে আপত্তি তোলেনি।
এয়ার ইন্ডিয়া-কর্তৃপক্ষ জানান, কারিগরি ত্রুটির জেরে চার মাস ড্রিমলাইনারের উড়ান বন্ধ ছিল। ক্ষতিপূরণের বিষয়টি দেখার জন্য কমিটি গড়া হয়েছে। সরবরাহকারী সংস্থার সঙ্গে আলোচনা করবে কমিটি। বিদেশেও ড্রিমলাইনার চালানোর পরিকল্পনা আছে এয়ার ইন্ডিয়ার। |