এয়ার-এশিয়া ইন্ডিয়ার সিইও হলেন মিত্তু চাণ্ডিল্য
সংবাদসংস্থা • মুম্বই |
এয়ার-এশিয়া ইন্ডিয়ার সিইও হলেন ৩৩ বছরের মিত্তু চাণ্ডিল্য। কাজে যোগ দেবেন ১ জুন থেকে। ভারতে এয়ার এশিয়া ও টাটার যৌথ উদ্যোগে গড়া এই বিমান পরিষেবা সংস্থার শীর্ষ পদে পেশায় ম্যানেজমেন্ট উপদেষ্টা চাণ্ডিল্যর নাম ট্যুইটে ঘোষণা করেন এয়ার-এশিয়ার কর্ণধার টনি ফার্নান্ডেজ। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটাও বলেন, “আমি খুশি। চাণ্ডিল্য নেতৃত্ব ও দক্ষতা দিয়ে সংস্থাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে।” আর চান্ডিল্য বলেন, “ভারতের বিমান পরিবহণে বড়সড় পরিবর্তন আনার এই সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।”
|
মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ার বন্ড আগামী মাসেই
সংবাদসংস্থা • মুম্বই |
জুন থেকে শুরু করে প্রতি মাসেই মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ার বন্ড বাজারে আসবে বলে ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, প্রথম দফায় এক থেকে দু’হাজার কোটি টাকার ইনফ্লেশন ইনডেক্সড বন্ড (আইআইবি) নামে এই ঋণপত্র বাজারে ছাড়া হবে। চলতি আর্থিক বছরে ছাড়া হবে ১২-১৫ হাজার কোটির। চলতি খাতে বাণিজ্যিক লেনদেনে ঘাটতি কমাতে এর মাধ্যমে সোনার চাহিদায় রাশ টানা সম্ভব হবে বলেই তাদের দাবি। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, দশ বছর মেয়াদের এই বন্ডে সুদ (কুপন রেট) অপরিবর্তিত থাকবে ঠিকই। কিন্তু যে বাজার দরে (প্রিন্সিপাল অ্যামাউন্ট) বন্ড কেনা হবে, তা ওঠা-নামা করবে পাইকারি মূল্য সুচকের সঙ্গে তাল মিলিয়ে। মেয়াদ ফুরোলে, বন্ডের মূল দাম (ফেস ভ্যালু) এবং বাজার দরের (প্রিন্সিপাল অ্যামাউন্ট) মধ্যে যেটি বেশি হবে, সেই অঙ্কই হাতে পাবেন ঋণপত্রে লগ্নিকারী।
|
পিএফের ৮.৫০% সুদে সায় কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গত ২০১২-’১৩ অর্থবর্ষে কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফও) জমায় ৮.৫% সুদ দেওয়ার বিষয়ে সায় দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তারা জানিয়েছে, অবিলম্বে কার্যকর হবে নয়া হার। শীঘ্রই তা জমা পড়বে কর্মী প্রভিডেন্ট ফান্ডের ৫ কোটিরও বেশি সদস্যের অ্যাকাউন্টে। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইপিএফও-র অছি পরিষদ ২০১২-’১৩ অর্থবর্ষের জন্য ৮.৫% সুদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগের অর্থবর্ষে হার ছিল ৮.২৫%।
|
স্টেট ব্যাঙ্কের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেঙ্গল সার্কেলে শাখা সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে স্টেট ব্যাঙ্ক। এর অঙ্গ হিসেবে বুধবার বেহালার শীলপাড়া সমেত রাজ্যে মোট ৬টি শাখা উদ্বোধন করা হয়। শীলপাড়া শাখার উদ্বোধন করতে দিয়ে স্টেট ব্যাঙ্ক বেঙ্গল সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার সুনীল শ্রীবাস্তব জানান, “চলতি আর্থিক বছরে সার্কেলে ১০০টি নতুন শাখা চালু হবে। প্রতিটি নতুন শাখার সঙ্গেই একটি করে এটিএম কাউন্টার খোলা হয়েছে। নতুন যে শাখাগুলি চালু হয়েছে, তার মধ্যে রয়েছে বিধান সরণি, বেলগাছিয়া, আসানসোলের কাছের ধাদকা, নবদ্বীপ এবং বর্ধমান।
|
গ্যাস বুকিং নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বার আইভিআরএস পদ্ধতিতে রান্নার গ্যাস বুক করতে পারবেন ভারত গ্যাস-এর গ্রাহকেরাও। নম্বর: ৯৪৩৩০৫৬৭৮৯। হিন্দি, ইংরেজির সঙ্গে বাংলাতেও তা করা যাবে। সংস্থার দাবি, বাংলায় এই পদ্ধতির সুবিধা আছে শুধু তাদেরই।
|
হরিণঘাটায় নুরে আলম
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্যের প্রথম ‘চিকেন প্রসেসিং প্লান্ট’ তৈরির ভবনের শিল্যানাস করতে বুধবার হরিণঘাটায় আসেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী। মন্ত্রী ছাড়াও এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক নীলিমা নাগ, ফার্মের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় সাহা আরও অনেকে। নুরে আলমবাবু বলেন, “প্রক্রিয়াজাত চিকেন আমরা প্রথমে রাজ্য পরে দেশের বিভিন্ন জায়গায় বিপণন করব।” |