নিজের জায়গা দখলের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থা হওয়ার অভিযোগ তুললেন কালনা মহকুমা আদালতের এক আইনজীবী। বুধবার এই অভিযোগে কালনা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একটি দল মহকুমাশাসককে স্মারকলিপিও দেয়। আইনজীবীরা জানান, কালনা মহকুমা হাসপাতালের কাছে আইনজীবী মধুসূদন দাসের সাড়ে তিন শতক জমি রয়েছে। কিন্তু এলাকার কিছু যুবক একটি গুমটি তৈরি করে জোর করে জায়গাটা দখল করতে চায়। মঙ্গলবার মধুসূদনবাবু ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে ওই যুবকেরা তাঁদের হেনস্থা করে এবং মারধরের হুমকি দেয় বলে অভিযোগ। মহকুমাশাসক শশাঙ্ক শেঠি জানান, বিষয়টি কালনা থানাকে জানানো হয়েছে। তবে কালনা থানা সূত্রে জানা গিয়েছে, এখন ওই এলাকায় কোনও গুমটির সন্ধান মেলেনি।
|
গঙ্গাকিশোর স্মরণে অনুষ্ঠান |
বেঙ্গল গেজেটের সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্যের স্মৃতিতে বুধবার নানা অনুষ্ঠান হল পূর্বস্থলী ২ ব্লকের বহড়া গ্রামে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গঙ্গাকিশোর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা, এলাকার কবি, সাহিত্যিক ও সাংবাদিক। গঙ্গাকিশোর স্মৃতিরক্ষা কমিটির সভাপতি আজিজুল রহমান জানান, ১৮১৮ সালের ১৫ মে গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। প্রতিবছরই নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে এই অনুষ্ঠান করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলকাতা থেকে প্রথম পত্রিকা প্রকাশ হলেও বহড়াতেও পত্রিকার কাজের জন্য তিনি ছাপাখানা তৈরি করেন। অনেকে বহড়া গ্রামকে ছাপাখানাডাঙা নামেও চেনে।
|
এক তৃণমূল নেতাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠল কালনায়। মঙ্গলবার রাতে কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের ইসবপুর গ্রামে ঘটনাটি ঘটে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ সমর সাঁতরা নামে ওই নেতা সন্তু নায়েক নামে স্থানীয় এক যুবকের সঙ্গে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। তখনই সমরবাবুকে লক্ষ করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। নেতার অভিযোগ পেয়ে রাতেই বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ তদন্তে নামে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট কারও নামে অভিযোগ নেই। তবে তদন্ত চলছে। |