কাজের প্রলোভন দেখিয়ে ডুয়ার্সের প্রত্যন্ত গ্রাম, বনবস্তি এবং চা বাগান থেকে কিশোরী ও তরুণীদের ভিন রাজ্যে পাচারের প্রবণতা বেড়েই চলেছে বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির। আর্থিক অস্বচ্ছলতার সুযোগকে কাজে লাগিয়েই এই ঘটনাগুলি ঘটছে বলে উদ্বেগে রয়েছে জেলা পুলিশও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাসে এই ধরনের ১৫টি অভিযোগ দায়ের হয়েছে, উদ্ধার করা হয়েছে সাত জন কিশোরীকে। যদিও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দাবি, অনেক ক্ষেত্রেই পাচারের ঘটনা ঘটলেও বিভিন্ন জটিলতার কারণে সেগুলি নিয়ে অভিযোগ দায়ের না হওয়ায় প্রকাশ্যে আসে না। কাজের প্রলোভনের পাশাপাশি বিয়ের টোপ দিয়েও পাচারের ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে। জলপাইগুড়ির জেলা শাসক স্মারকী মহাপাত্র বলেন, “অর্থনৈতিক ও অসচেতনতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থনৈতিক সমস্যা সমাধানে ডুয়ার্সে ১০০ দিনের কাজের ওপর জোর দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছরের মেয়েদের জন্য সবলা প্রকল্প চলছে। সচেতনতা প্রসারের কাজও চলছে।” নারী পাচার রুখতে কাজ করা দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রাম বিকাশ সমিতির সভাপতি পৃথ্বিশ কর্মকার বলেন, “অর্থনৈতিক বিকাশ না হলে এই প্রক্রিয়া বন্ধ করা যাবেনা।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “গ্রামবাসীদের বলা হয়েছে মেয়েদের ভিন রাজ্যে কাজে পাঠালে থানায় জানাতে। নজরদারিও চলছে।” |
এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে গিয়ে ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটে খড়িবাড়ি থানা এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম বিবেক শর্মা। বাড়ি শিয়ালদহে বলে পুলিশের কাছে ধৃত দাবি করেছেন। তবে তার কাছ থেকে যে কাগজপত্র পাওয়া তাতে তাকে ভিন রাজ্যের বাসিন্দা বলে সন্দেহ করছে পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতের কাছ থেকে পুলিশ মালদহের কয়েকজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাগজপত্র পেয়েছেন। সেখান থেকেও তিনি টাকা তুলতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, ‘‘তদন্ত হচ্ছে।” সোমবার সেবক মোড় থেকে একটি ছোট গাড়ি ভাড়া নেয় অভিযুক্ত। তিনি চিকিৎসক বলে গাড়ির চালককে পরিচয় দেন। প্রথমে শিলিগুড়ি সংলগ্ন বিহারের ঠাকুরগঞ্জে যান। সেখান থেকে অধিকারী বলে একটি জায়গায় যান তিনি। সেখান থেকে বেশ কিছু টাকা হাতিয়ে খড়িবাড়ির দুধমোড়ে নিরঞ্জন অধিকারী নামে এক চিকিৎসকের কাছে নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে দু’লক্ষ টাকা দাবি করেন। নিরঞ্জনবাবু পুলিশে জানালে তাকে ধরা হয়।
|
ইংরেজি মাধ্যম কাউন্সিলের একাদশ ও দ্বাদশ শ্রেণির অনুমোদন পেল জলপাইগুড়ির একটি স্কুল। ইন্দিরা কলোনি সংলগ্ন এই স্কুলটিতে এত দিন দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ ছিল। এ বছর থেকে স্কুলে একাদশ ও দ্বাদশে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ পাঠক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। পরিচালন সমিতি জানিয়েছে, কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস-এর পক্ষ থেকে স্কুলকে অনুমোদনপত্র পাঠানো হয়েছে। তিন বিভাগের পাঠক্রম শুরু হওয়ায় পড়ুয়াদেরও সুবিধে হবে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি মিহির বন্দোপাধ্যায় বলেন, “এত দিন শহরে আইএসসি পাঠক্রমে ছাত্রীদের পড়ার সুযোগ ছিল। এবার ছাত্র-ছাত্রী সকলে সুযোগ পাবে। এ বছর থেকে একাদশ শ্রেণিতে পঠনপাঠন শুরু হবে।”
|
এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে প্রধাননগরের দাগাপুর চা বাগানে। মৃতার নাম সুজাতা মিশ্র (৪০)। জলপাইগুড়ির সেনপাড়ার বাসিন্দা ওই গৃহবধূর বেশ কয়েক বছর আগে দাগাপুর চা বাগানের কাছের এলাকার এক ব্যক্তির বিয়ে হয়। অভিযোগ, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের ও দুই দেওর গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেন। রাতেই ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।
|
আদিবাসীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ওই তরুণীর পরিবারের লোক প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রাজু ওঁরাওকে খুঁজছে পুলিশ। বেরুবাড়ির ওই তরুণীর দিদির বিয়ে হয়েছে চম্পাসারির কলবাড়িতে। দিন পাঁচেক আগে ওই তরুণী দিদির সঙ্গে ঘুরতে যায় সেখানে। প্রতিবেশী এক বাসিন্দার বাড়িতে সে রাতে শুতে যায়। রাতেই ওই বাড়ির এক যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
মঙ্গলবার বিকেলে শামুকতলার টোটোপাড়ায় বাইক উল্টে চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বুলবুল বন্দ্যোপাধ্যায় (৪২)। তিনি এদিন শামুকতলা থেকে আলিপুরদুয়ারের অরবিন্দনগরে বাড়িতে ফিরছিলেন। রাস্তার ধারে বেঁধে রাখা একটি গরুর দড়িতে চাকা আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার জলপাইগুড়ির রানিনগরে। মৃত মাধব রায় (২১) আনন্দচন্দ্র কলেজে প্রথম বর্ষের ছাত্র।
|
ট্রাকের ধাক্কায় চারটি দোকান ভেঙে গিয়েছে। সোমবার রাতে শিলিগুড়ির নৌকাঘাট এলাকায়। মেডিক্যালের দিক থেকে শিলিগুড়ির দিকে আসা ট্রাকটু নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে। |