টুকরো খবর |
অনশন চলছেই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দ্বিতীয় দিনেও অনশন জারি রাখলেন ক্ষীরপাই পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম পালোধী। নানা অভিযোগে সোমবার থেকে ক্ষীরপাই পুরসভার সামনে অনশনে বসেছেন তিনি। শুধু পুরসভাই নয়, পুলিশ থেকে প্রশাসনসকলের বিরুদ্ধেই নানা অভিযোগ তাঁর। এ দিকে, গৌতমবাবুর অভিযোগে গুরুত্ব না দিলেও অনশন চলছে বলে ফাঁপড়ে পড়েছেন পুর-কর্তৃপক্ষ। পুরপ্রধান দুর্গাশঙ্কর পান বলেন, “মঙ্গলবার ওঁর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছি। আলোচনায় বসার আবেদনও জানিয়েছি। না শোনায় তা বিডিও, ওসি, মহকুমাশাসককে জানিয়ে রেখেছি। আর কী-ই বা করব?”
|
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মাটির নীচে রাখা একটি ব্যাগ থেকে বেশ কিছু হাতবোমা ও ভোজালি উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সুতাহাটার রায়নগরে নদীর পাশ্ববর্তী একটি মাঠে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই এলাকায় একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ চলার সময় একটি ব্যাগের হাতল দেখতে পেয়ে শ্রমিকেরা মাটি থেকে টেনে বের করেন। ব্যাগে বোমা দেখতে পেয়ে সুতাহাটা থানায় জানানো হয়। পুলিশ গিয়ে চারটি হাতবোমা ও দু’টি ভোজালি উদ্ধার করে। সুতাহাটার পুলিশের অনুমান, বছর দুয়েক আগে ওই এলাকায় দুষ্কর্ম করার লক্ষ্যেই পুঁতে রাখা হয়েছিল সেগুলি। তবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বোমাগুলি।
|
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাবের ১০৯তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হল। মঙ্গলবার সকালে পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক তিমিরবরণ পণ্ডা। রক্তদান শিবির হয়। পরে বীরেন্দ্র স্মৃতি সৌধে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। |
|