|
|
|
|
বিনোদনে নানা প্রকল্প দিঘায় |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সৈকত পর্যটনকেন্দ্র দিঘার পর্যটকদের বিনোদনের জন্য উদ্যোগী হল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। উপকূলের সৌন্দর্য দেখতে দেখতে দিঘা থেকে শঙ্করপুর যাওয়ার জন্য উপকূল বরাবার সাড়ে পাঁচ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বসতে চলেছে ওয়াচ টাওয়ার। এ ছাড়াও রামনগরের সাপুয়া থেকে মন্দারমণি পর্যন্ত নতুন রাস্তার জন্য পর্ষদের পক্ষ থেকে রাজ্যের পর্যটন দফতরের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে বলে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী জানান। তিনি বলেন, “এই রাস্তা তৈরি হলে পর্যটকদের দিঘা থেকে ১৫ কিলোমিটার ঘুরে শঙ্করপুর যেতে হবে না। বরং উপকূলের সৌন্দর্য উপভোগ করতে করতে সহজেই শঙ্করপুর পৌঁছে যাবেন।” এই রাস্তার মধ্যেই পড়ে দুটি ক্যানেল। রাজ্যের সেচ দফতরের পক্ষ থেকে এই ক্যানেল দুটির উপর সেতু করে দেওয়া হবে বলে রাজ্যের সেচমন্ত্রী প্রবীর বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন।
অন্য দিকে, পরিবেশ দফতরের অনুমোদনের অপেক্ষায় থাকা তিনটি প্রকল্পের ছাড়পত্র পাওয়া গেছে বলে পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানান। তিনটি প্রকল্পে বিশ্বব্যাঙ্কের দেওয়া ৮ কোটি ৭৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যে নতুন ও পুরাতন দিঘায় দুটি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। আট মিটার উচ্চতার এই দুটি টাওয়ার তৈরি হলে পর্যটকরা যেমন সৈকতের সৌন্দর্য উপভোগ করতে তেমনি প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি চালানোর সুবিধা হবে। এ ছাড়াও নিউ দিঘার ত্রিকোণ পার্কে ও পুরাতন দিঘার দিশারী মাঠের কাছে দুটি হকার পুনর্বাসন কেন্দ্র তৈরি করে ফুটপাথ ও রাস্তার দখল মুক্ত করা যাবে। সঙ্গে দিঘায় মেরিন অ্যাকোয়ারিয়ামের কাছে পার্ক তৈরি করা হবে। আটকে থাকা প্রকল্পগুলি পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়ায় পর দ্রুত রূপায়ণের জন্য চলতি মাসেই টেন্ডার ডাকা হচ্ছে বলেও নিবার্হী আধিকারিক সৌমেন পাল জানান। |
|
|
|
|
|