ধোনি ধামাকায় শীর্ষে চেন্নাই
নিজস্ব প্রতিবেদন |
ধারা বদলায়নি। এই ম্যাচেও। বীরেন্দ্র সহবাগের লাগাতার ব্যর্থতার। আর মহেন্দ্র ধোনির দুর্ধর্ষ ব্যাটিং সিরিজের। ধোনি জানতেন চিপকের এই পিচের হাল শেষ পর্যন্ত কী দাঁড়াবে। সেটাই হল। হাসি-বিজয়ের ওপেনিংয়ে ৬১ তোলার পর স্লো পিচে প্রথমেই যতটা সম্ভব রান তুলে নেওয়ার চালটা বুমেরাং হয়ে যেতে বসেছিল বিজয়, হাসি আর রায়না ১৩ রানের মধ্যে ডাগআউটে চলে যাওয়ায়। কিন্তু অধিনায়ক স্বয়ং ফর্মে থাকলে চেন্নাইকে আটকায় সাধ্য কার! ৩৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে একাই ম্যাচটা সহবাগদের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেলেন। ম্যাচের বাকিটা সংক্ষিপ্ত। সহবাগ দু’বলে ফিরলেন শূন্য রানে। বাকিরা রান পেলেন। কিন্তু বলার মতো কোথায়।! মাহেলা জয়বর্ধনে ‘ফতোয়ায়’ খেলতে না পারায় বদলি ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার (৩৭ বলে ৪৪) যা একটু লড়লেন। তবে সেটাও চেন্নাইকে আবার টেবলে এক নম্বরে ওঠা থেকে রুখতে যথেষ্ট ছিল না। |
আইপিএল সিক্সে |
বীরেন্দ্র সহবাগ
ম্যাচ ১১ রান ২৫৪
সর্বোচ্চ ৯৫ ন.আ. গড় ২৫.৪০ স্ট্রাইক রেট ১২৬.৩৬ |
বিস্তারিত স্কোর... |
|
|
আজ সচিন অনিশ্চিত
সংবাদসংস্থা • মুম্বই |
প্লে অফে যোগ্যতা অর্জন করা হয়ে গিয়েছে। কিন্তু নক আউটে প্রথম দু’দলের মধ্যে থাকা নিশ্চিত নয়। এই অবস্থায় কাল, বুধবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে হয়তো সচিন তেন্ডুলকরকে ছাড়াই নামতে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর হাতের চোট এখনও সারেনি। ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার আগে মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র এ দিন বলেছেন,“বাঁ হাতে টান ধরার কারণে এখনই বলা যাচ্ছে না বুধবার রাজস্থানের বিরুদ্ধে সচিন খেলবে কি না।” গত কাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ছয় মারতে গিয়ে চোট পেয়ে মাঝপথেই মাঠ ছাড়তে হয় সচিনকে। সেই চোট এখনও সারেনি। |