ভুবিকে ‘না কাটা হিরে’ বলছেন ডোনাল্ড
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেসারের কাছ থেকে এখন পর্যন্ত তাঁর ক্রিকেট জীবনের সম্ভবত সবচেয়ে দরাজ সার্টিফিকেট পেলেন ভুবনেশ্বর কুমার। পুণে ওয়ারিয়র্সে তাঁর শিষ্য ভুবিকে ‘না-কাটা হিরে’ বলে গেলেন অ্যালান ডোনাল্ড।
“গত বছর প্রথম ভুবিকে দেখি। আর প্রথম দেখাতেই দারুণ প্রভাবিত হয়ে গিয়েছিলাম,” বলছেন পুণেতে ভুবনেশ্বরের কোচ। ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে কী মনে করছেন ডোনাল্ড? “এ ভাবে কারও ভবিষ্যৎ নিয়ে বাজি ধরে কিছু বলা যায় না। তবে আমি বলব, ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই লম্বা কেরিয়ার গড়ার ক্ষমতা রাখে ভুবি,” বলে ডোনাল্ডের ব্যাখ্যা, “ওকে যেটা বাকিদের চেয়ে আলাদা করে দিয়েছে সেটা হল ভুবির খিদে। সাফল্যের অসম্ভব চাহিদা। এই খেলায় এ রকম মনোভাব আপনাকে অনেকটাই এগিয়ে দেয়। তাই আমার মনে হয়, ভুবি পারবে। আনকাট ডায়মন্ড বলতে যা বোঝায়, ও ঠিক তাই।”
ভুবনেশ্বরের জাতীয় কেরিয়ার নিয়ে বাজি ধরতে না চাইলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণ ভারতীয় পেসারের সাফল্য নিয়ে অনেকটাই নিশ্চিত ডোনাল্ড। তিনি বলছেন, “ওই সময় ইংল্যান্ডের পিচের পুরো ফায়দা তুলতে পারবে ভুবি। বল ভাল সুইং করাতে পারবে।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করা নিয়ে কিন্তু পুণের শিষ্যকে কোনও টিপস দিচ্ছেন না দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের বোলিং কোচ। কারণটা খুব সহজ। “কেন দেব টিপস? ভারতের প্রথম ম্যাচ যে আমাদেরই বিরুদ্ধে!”
ভুবনেশ্বরের মতো তরুণ প্রতিভার সঙ্গে কাজ করার উত্তেজনার পাশাপাশি আছে পেপসি আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজির টানা ব্যর্থতার দুঃখও। “ম্যাচ হেরে ডাগআউট থেকে ড্রেসিংরুমে যাওয়াটা সবচেয়ে কষ্টের। আমার কেরিয়ারে এ রকম কোনও দিন হয়নি!” টিমের বড় নামেদের ক্লিক না করা তো আছেই। আরও বেশি করে আছে ডেথ ওভারে বোলিং ভরাডুবি। ডোনাল্ড নিজেই পরিসংখ্যান তুলে ধরে বলছেন, “আটটা ম্যাচে আমাদের বোলাররা শেষ চার ওভারে পঞ্চাশের বেশি রান দিয়েছে। ডেথ ওভারে সব মিলিয়ে প্রায় পাঁচশো রান দিয়েছি আমরা। মাথা খারাপ করে দেওয়ার মতো পরিসংখ্যান! তবে কোচ হিসেবে আমি যদি বেশি আবেগ দেখাই, তা হলে সেটা ছেলেদের কাছে খুব ভাল উদাহরণ হবে না।”
মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে মিস করছেন? “আমাদের টিমে বেশ কয়েক জন মেন্টর আছে। সৌরভের জায়গাটা যুবরাজ খুব ভাল ভাবে নিতে পেরেছে। নিঃস্বার্থ ভাবে টিমটা তৈরি করেছে। আমাকে দারুণ সাহায্য করেছে। গত বছর কী হয়েছিল, কারা ছিল, এখন কারা নেই, সে সব নিয়ে আমরা কেউ ভাবছি না। এই টিমটা যে ভেঙে যায়নি, তাতে আমি খুব খুশি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.