ধনেখালি কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরও ওই ঘটনায় নিহত নাসিরুদ্দিনের পরিজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানাল কংগ্রেস। মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, মানস ভুঁইয়া, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। পরে মান্নান বলেন, “আদালতের সিবিআই তদন্তের নির্দেশে আমরা খুশি। কিন্তু নাসিরুদ্দিনের স্ত্রী-সহ বাড়ির লোকেদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছি, যাতে তিনি তাঁর যা করণীয়, করেন।”
পুলিশ হেফাজতে নাসিরুদ্দিনের মৃত্যুতে স্থানীয় বিধায়ক অসীমা পাত্রের হাত ছিল বলে অভিযোগ। নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবি তাঁর দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে অভিযোগ করেন, “আমরা যাতে বিচার না চাই, তার জন্য অসীমাদেবী আমাদের পরিবারের লোকজনকে হুমকি দেওয়াচ্ছেন। গ্রামের কেউ আমাদের পাশে দাঁড়ালে তাঁকে মারধর করা হচ্ছে। আমার ছেলেদের গৃহশিক্ষকের কাছে পড়তে যেতেও বাধা দেওয়া হচ্ছে।”
মান্নান জানান, ওই হুমকির জেরেই মানুজা নিজে আদালতে সিবিআই তদন্তের আর্জি জানাননি। তাঁদের দলের হুগলি জেলার সহ সভাপতি প্রতিম সিংহ রায় আদালতে ওই আর্জি জানিয়েছিলেন। মান্নানের বক্তব্য, “ধনেখালি কাণ্ডে শাসক দলের নির্দেশে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। তাই আমরা সিবিআই তদন্তের আর্জি জানাতে বাধ্য হয়েছি।”
|