বিডিও-র বিরুদ্ধে ‘কুৎসিত ব্যবহারের’ অভিযোগ তুলে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক বয়কট করলেন গ্রামবাসীরা।
হুগলি জেলা প্রশাসন সূত্রের খবর, সিঙ্গুরের প্রকল্প এলাকায় রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি দীর্ঘদিন আগেই একটি সাব-স্টেশন তৈরি করে। ওই সাব স্টেশনটি কার্যকর হলে সিঙ্গুর ও সংলগ্ন এলাকায় বিদ্যুতের মান ভাল হবে। লো-ভোল্টেজ এবং অন্যান্য অসুবিধা থেকেও এলাকার মানুষ রেহাই পাবেন বলে প্রচার ছিল। কিন্তু বাধ সেধেছেন সিঙ্গুর বেলতলা, ঘাসের ভেড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন।
তাঁদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার গেলে শিশু, বয়স্ক মানুষ-সহ অন্যদের শারীরিক সমস্যা হবে। এর প্রতিবাদে গ্রামবাসীরা আন্দোলনে নামেন। একটি কমিটি গড়ে তোলা হয়। বিষয়টি সমাধানের জন্য সব পক্ষকে সঙ্গে নিয়ে সিঙ্গুরের বিডিও বিষ্ণু কবিরাজ মঙ্গলবার একটি বৈঠক ডাকেন। গ্রামবাসীদের তরফে ওই বৈঠকে হাজির কয়েক জন। তাঁদেরই এক জন অমিতা বাগ বলেন, “বিডিও অত্যন্ত কুৎসিত ব্যবহার করেন আমাদের কমিটির প্রবীণতম সদস্যের সঙ্গে। বিষ্ণুবাবু তাঁকে কটাক্ষ করে বলেন, মানুষ তো একদিন মরবেই। আপনার মরার ভয় বেশি। আমরা শিশু এবং বৃদ্ধদের শারীরিক সমস্যার কথা বলতে যাই। বিশ্বস্বাস্থ্য সংস্থার উদাহরণ দিয়ে তাঁকে সমস্যা বোঝানোর চেষ্টা করি। বিডিও কোনও কথা না শুনে কুৎসিত আচরণ করেন। এরপরে বৈঠক ভেস্তে যায়।”
এ বিষয়ে অবশ্য বিডিও কোনও মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, “ওখানে ওভারহেড তার নিয়ে একটি সমস্যা রয়েছে। প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তা মেটাতে আগ্রহী। বিডিও-র সঙ্গে ঠিক কী হয়েছে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” |