|
|
|
|
|
অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌন নিগ্রহ,
ধৃত তিন দেওর
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
|
|
অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তাঁরই তিন দেওরের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, অভিযোগ উঠেছে, ভাইদের মদত দিয়েছে ওই তরুণীর স্বামীও।
জামশেদপুরের বিরসানগরের ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধরা হয়েছে নির্যাতিতার স্বামীকেও। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন দেওরের নাম গৌতম, গোবিন্দ এবং গোপাল। তাদের দাদা অরজু গরাইয়ের সঙ্গে বছরখানেক আগেই বিয়ে হয়েছিল ওই তরুণীর।
পুলিশ সূত্রের খবর, বিয়ের পর থেকেই পণের দাবিতে বছর বাইশের ওই তরুণীর উপর অত্যাচার শুরু করেন পেশায় মুরগির মাংস বিক্রেতা অরজু। অভিযোগ, শ্বশুরবাড়ির সকলেই তাতে সামিল ছিল। অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে। ওই গৃহবধূর তিন দেওর তাঁকে দিনের পর দিন যৌন নিগ্রহ করতে থাকে বলে অভিযোগ। স্বামীকে ‘নালিশ’ জানিয়েও লাভ হয়নি। উল্টে ভাইদেরই পাশে দাঁড়ায় অরজু।
তদন্তকারীরা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পরেও দেওরদের অত্যাচারের হাত থেকে রেহাই পাননি ওই গৃহবধূ। সন্তান প্রসবের পরেও চলেছে যৌন নির্যাতন। আর সহ্য করতে পারেননি ওই তরুণী। সোমবার রাতে বিরসানগর থানায় তিনি স্বামী, দেওরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। তাতে তিনি লিখেছেন, ‘আমার স্বামী এতে গুরুত্ব দিতে চাইত না। আমাকে সব কিছু মেনে নেওয়ার জন্য চাপ দিত।’
পুলিশ জানাচ্ছে, সব কথা জেনে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অরজুদের বাড়িতে যান ওই তরুণীর বাপের বাড়ির লোকেরা। অভিযোগ, অরজুরা তাঁদের বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষে গোলমাল বাধে। শুরু হয় হাতাহাতি। থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। |
|
|
|
|
|