|
|
|
|
থানার ভিতরেই মহিলাকে চড় পুলিশের |
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
থানার ভিতরেই এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল গাজিয়াবাদ পুলিশের বিরুদ্ধে। থানার সিসিটিভি ফুটেজে ওই ঘটনার ভিডিও উঠে গিয়েছে। গত কাল রাতে গাজিয়াবাদ থানায় ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘিরে রয়েছে কয়েক জন। তার মধ্যে কয়েক জন পুলিশও রয়েছে। তাদের সঙ্গে ওই মহিলার কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎই এক পুলিশকর্মী থাপ্পড় মারলেন ওই মহিলাকে।
ওই মহিলা পরে অভিযোগ জানিয়েছেন, “পুলিশ খুব অভব্য ভাষায় কথা বলছিল। প্রতিবাদ জানাতেই থাপ্পড় মারল।” পুলিশ থানায় উপস্থিত জনতাকে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে উস্কানি দিচ্ছিল বলেও অভিযোগ ওই মহিলার। যদিও গাজিয়াবাদ পুলিশের পাল্টা দাবি, ওই মহিলা গাড়ির মধ্যে এক সঙ্গীর সঙ্গে বসে মদ খাচ্ছিলেন। পাড়ার কয়েক জন প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই মহিলা। তাঁরা ওই মহিলাকে গাজিয়াবাদ থানায় নিয়ে গেলে পুলিশের সঙ্গেও খারাপ ব্যবহার করেন তিনি।
এই প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান বরখা সিংহের বক্তব্য বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। তিনি আজ জানিয়েছেন, “আমার মনে হয়, পুলিশ কিছু ভুল করেনি। আমাদের ছেলে-মেয়েরা বাইরে কী করে বেড়াচ্ছে তা নিয়ে সতর্ক থাকা উচিত অভিভাবকদের।” বরখার বক্তব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান মমতা শর্মা জানিয়েছেন, মেয়েটি মদ্যপ হলেও তাঁকে থাপ্পড় মারা পুলিশের কাজ নয়। বরং নেশা কাটাতে প্রয়োজনে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন মমতা।
এ দিকে মধ্যপ্রদেশে ১৪ বছরের একটি মেয়েকে তারই পরিচিত এক যুবক ধর্ষণ করায় অপমানে গায়ে আগুন দেয় সে। তার দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। |
|
|
|
|
|