নারীর মর্যাদা রক্ষা করাতেই সভ্যতার রক্ষা, বললেন প্রণব
র্ষণ, শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের মতো ঘটনা বেড়ে চলায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বিগ্ন। অসম সফরে এসে বারবার বুঝিয়ে দিলেন সে কথা। কাল গুয়াহাটিতে দুই অনুষ্ঠানে অংশগ্রহণের পর আজ শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেও নারীদের নিরাপত্তার জায়গায় বিশেষ গুরুত্ব দেন।
দীক্ষান্ত ভাষণে প্রণববাবু সদ্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপকদের উদ্দেশে বলেন, “এ বার তাদের দায়িত্ব বেড়ে গেল। কারণ শিক্ষা সামাজিক পরিবর্তন ও প্রগতি আনে। মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে। সভ্যতার মূল্যবোধ গড়ে তোলে।” কোন সে সভ্যতা? নিজেই জবাব দেন, “যেখানে মহিলাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হয়, আর এতেই সবাই আত্মমর্যাদা বোধ করেন।”
আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি। ছবি: স্বপন রায়।
উল্লেখ্য, এ দিন যাঁরা বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে তাঁর হাত থেকে স্বর্ণপদক নিলেন, তাঁদের অধিকাংশই ছাত্রী। এ তাঁর কাছে বড় স্বস্তিদায়ক বলে উল্লেখ করে প্রণববাবু মন্তব্য করেন, উত্তর-পূর্ব ভারতের মেয়েরা অবশ্য দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তনে বলতে গেলে চাঁদের হাট বসেছিল। চলচ্চিত্র ব্যক্তিত্ব গুলজার গত মাসেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিযুক্তি পেয়েছেন। তিনিই আজ সমাবর্তনে পৌরোহিত্য করেন। এ ছাড়া, সাম্মানিক ডিলিট গ্রহণ করতে আসেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মণিপুরী থিয়েটারের প্রাণপুরুষ রতন থিয়াম ও সাংবাদিক-সাহিত্যিক অমিতাভ চৌধুরী। একই সঙ্গে সাম্মানিক ডিএসসি নেন তিন বিজ্ঞানীশৈলেশ নায়েক, অমিত ঘোষ ও নরসিমহা আয়েঙ্গার মুকুন্দ। মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়েক, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং উপাচার্য সোমনাথ দাশগুপ্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.