শিবরাজের দুর্নীতি-বিতর্কে ‘অ্যাডভান্টেজ মোদী’
ছ’মাসের মাথায় মধ্যপ্রদেশে নির্বাচন। তার আগে দুর্নীতির অভিযোগ উঠেছে এ বার মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে। আর তা নিয়েই ঝড় উঠেছে বিজেপির অন্দরে।
তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, রাজ্যের রাজধানী ভোপালের খাসতালুকে বেশ কিছু জমি নিজের পরিবারের লোকেদের নামমাত্র মূল্যে বিলিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী আদালতের নির্দেশ অগ্রাহ্য করেও জোর করে সে সব জমি দখল করে আছেন শিবরাজের আত্মীয়রা। বড় বড় জমি পেয়েছেন বিজেপি ও আরএসএসের কর্মীরাও।
নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর দৌড়ে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন, সেই অবস্থায় দলের মোদী-বিরোধীরা শিবরাজকেই বিকল্প হিসাবে তুলে ধরতে চাইছিলেন। লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজের মতো নেতা-নেত্রীরা বারবার নানা ভাবে বুঝিয়ে এসেছেন, মোদীর বিকল্প হিসাবে শিবরাজই তাঁদের তুরুপের তাস। এ বারের ভোটে শিবরাজ জিতে এলে তিনিও মোদীর মতো তৃতীয় বার জয়ের শিরোপা পাবেন। সে ক্ষেত্রে মোদীর সমতুল হিসাবে শিবরাজকে তুলে ধরার সুযোগ পাবেন আডবাণী-সুষমারা। আর তার আগেই এই জমি-দুর্নীতি ফাঁস হল। এমনিতেই কর্নাটকের নির্বাচনের ফল প্রকাশের পর আডবাণী যে ব্লগ লিখেছেন, তাতে দলের মধ্যে তুমুল বিতর্ক চলছে। আডবাণী স্পষ্ট করে দিয়েছেন, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখা উচিত ছিল। সে ক্ষেত্রে দলের এই পরিণতি হত না। কিন্তু অরুণ জেটলিরা মনে করেন, যে রাজ্যে জাতপাতের সমীকরণই প্রাধান্য পায়, সেখানে ইয়েদুরাপ্পার বিদায়ের জেরেই বিজেপির ভরাডুবি হয়েছে। ক’দিন আগেই মধ্যপ্রদেশে গিয়ে আডবাণী বলেছিলেন, শিবরাজের মধ্যে তিনি অটলবিহারী বাজপেয়ীর ছায়া দেখতে পান। কারণ, দক্ষ প্রশাসনের সঙ্গে তিনি বিনয়ীও বটে। আডবাণীর এই মন্তব্যের পিছনে আসলে যে মোদীর ঔদ্ধত্যের প্রতিও আডবাণীর কটাক্ষ ছিল, বুঝতে অসুবিধা হয়নি কারও।
কিন্তু এখন দলে আডবাণী-বিরোধীরাই প্রশ্ন তুলছেন, শিবরাজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি কী ভাবে নেবেন? কংগ্রেস বহু দিন ধরেই মধ্যপ্রদেশে শিবরাজের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করে আসছে। এমনকী গত কাল মনমোহন সরকারের মন্ত্রী কপিল সিব্বল বলেছেন, খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও নতুন কিস্সা ফাঁস করবেন। সেই কিস্সা এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু তার আগে আজ থেকেই জেটলিদের নির্দেশে মোদীকে আড়াল করে সিব্বলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ হানার কাজ শুরু করে দিয়েছেন বিজেপির মুখপাত্ররা। কিন্তু শিবরাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও মুখপাত্র তেমন মুখ খোলেননি।
তবে খোদ শিবরাজই আত্মপক্ষ সমর্থনে বলেছেন, “সামাজিক উন্নয়নের জন্য কেউ যদি ভাল কাজ করে, তা হলে তাদের জমি দিতে আপত্তি কোথায়? এর মধ্যে কোনও দুর্নীতি নেই। যাবতীয় সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। ভোটের সময় বিরোধীরা অনেক ধরনের অভিযোগ করেন। কিন্তু আমি বুকে হাত রেখে বলছি, আমার হাত দিয়ে কোনও অন্যায় হয়নি।” এখন ভোটাররা কী করেন, সেটাই দেখার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.