স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
বরাবাজারের বামু সাধু আশ্রম হাইস্কুলে সোমবার সকালে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। স্থানীয় ধগড়া গ্রামের আশুতোষ মাহাতো, বামু গ্রামের কার্তিক মাহাতো, দিলীপ মাহাতোরা বলেন, “এ দিন সকাল আটটা সময় দেখি পড়ুয়ারা বাড়ি ফিরে যাচ্ছে। খোঁজ নিয়ে জানি, স্কুলের যে কর্মীর কাছে স্কুলের চাবির গোছা থাকে, তিনি না আসায় স্কুল হবে না। আমরা প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চাইলে উনি কিছু বলতে অস্বীকার করেন।” একটু বেলার দিকে তালা খোলা হলেও বেশিরভাগ পড়ুয়া বাড়ি চলে যাওয়ায় আর ক্লাস হয়নি বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক অসিত মহাপাত্রের অবশ্য দাবি, “স্কুল বন্ধ এ কথা ঠিক নয়। একটু দেরিতে স্কুল খুলেছে।” বরাবাজারের বিডিও অনিমেষকান্তি মান্না বলেন, “চাবি না পাওয়ায় স্কুলের পঠনপাঠন বন্ধ থাকা ক্ষমাহীন অপরাধ।”
|
শিক্ষকদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যেরা সোমবার প্রতিবাদ মিছিল করলেন বান্দোয়ানে। এলাকায় হ্যান্ডবিলও ছড়ানো হয়েছে। ব্লক তৃণমূল সভাপতি রঘুনাথ মাঝির অভিযোগ, “গঙ্গামান্না হাইস্কুলের পড়ুয়া মনবোধ সিং সর্দারের মৃত্যু নিয়ে সিপিএম রাজনীতি করেছে। ওই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে।” উল্লেখ্য, স্কুলের এক শিক্ষিকার মারে পঞ্চম শ্রেণির পড়ুয়া মনবোধের মৃত্যু হয়েছে বলে গত বৃহস্পতিবার বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এ দিন সকালে বান্দোয়ান বাজারে তৃণমূল সমর্থিত বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক মিছিলে অংশ নেন। বান্দোয়ানের সিপিএম বিধায়ক সুশান্ত বেসরার পাল্টা অভিযোগ, “তৃণমূল সত্য ঘটনা চাপা দিতে এই ধরনের নাটক করছে।”
|
কৃষকসভার বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত-সহ আট দফা দাবিতে বড়জোড়া ব্লক অফিস চত্বরে সোমবার সমাবেশ করে বিডিওকে স্মারকলিপি দিল কৃষক সভা। উপস্থিত ছিলেন কৃষকসভার রাজ্য সহ-সভাপতি তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র প্রমুখ। অমিয়বাবু বলেন, “সারদায় বহু নিম্নবিত্ত পরিবারের মানুষের টাকা গিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে ও সারদা-কাণ্ডে জড়িতদের যথাযথ শাস্তি দিতে সিবিআই তদন্ত করাতে হবে।” তাঁর আরও দাবি, বিধবা ভাতা, বার্ধক্যভাতা, অক্ষমভাতাগুলি কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। অবিলম্বে প্রাপকদের সেই সব ভাতা দিতে হবে।
|
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল খাতড়া থানার পুলিশ। ধৃত মানস গোস্বামীর বাড়ি খাতড়ার করালিমোড়ে। পুলিশ জানিয়েছে, খাতড়ার বাসিন্দা সোমা গোস্বামী নামে গত ৮ মে স্বামী-সহ শ্বশুরবাড়ির ১০ জনের বিরুদ্ধে অতিরিক্ত পণের জন্য নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বাড়ি থেকে তাঁর স্বামীকে ধরা হয়। ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। |