ফুটবল বিশ্বের ক্যানভাস আবার কালিমালিপ্ত বর্ণবিদ্বেষের রঙে।
রবিবার ইতালিয়ান লিগ সেরি-এ’তে রোমা-এসি মিলান ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়তে হয় মিলান তারকা মারিও বালোতেলিকে।
তিনি ছাড়াও বর্ণবিদ্বেষের শিকার হন মিলানের বাকি কৃষ্ণাঙ্গ ফুটবলাররা। প্রথমার্ধের শেষে মিলানের মুনতারি লাল কার্ড দেখার পরই ম্যাচে ঝামেলা শুরু হয়। রেফারির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বালোতেলি।
সেই কারণে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই বালোতেলির দিকে রোমা সমর্থকরা বর্ণবিদ্বেষী মন্তব্য করতে থাকে। সঙ্গে সঙ্গে মিলান এবং রোমার দুই ইতালিয়ান জাতীয় দলের তারকা ফুটবলার যথাক্রমে আম্ব্রোসিনি ও তোত্তি যৌথ ভাবে রেফারির কাছে আর্জি জানান, এ রকম অনভিপ্রেত পরিবেশের মধ্যে খেলা আর না চালিয়ে ম্যাচ বন্ধ করে দিতে। দেড় মিনিটের মতো খেলা বন্ধও থাকে এবং ওই সময় তোত্তি নিজের দলের সমর্থকদের কাছে আবেদন করেন বর্ণবিদ্বেষী মন্তব্য বন্ধ করার জন্য। কিন্তু দর্শকদের মধ্যে অনুশোচনার কোনও চিহ্ন ছিল না। |
বর্ণবিদ্বেষের এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে সেপ ব্লাটার টুইট করেছেন, “খুব খারাপ লাগছে সেরি এ ম্যাচে বর্ণবিদ্বেষী ঘটনার কথা পড়ে। এই অপরাধের মোকাবিলা করা খুব জটিল। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে শুধুমাত্র আমার কথায় কিছু হয় না।”
ইতালির ঘরোয়া ফুটবলে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন নয় বলে দাবি করে জানালেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, “আমাদের দেশে এ রকম মানসিকতা প্রায় দেখা দিচ্ছে। আমার মতে ফুটবল মাঠে শুধুমাত্র খেলা দেখতে আসা উচিত।” চলতি মরসুমের শুরুতেই মিলান এবং প্রো পাত্রিয়া-র প্রীতি ম্যাচেও বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে খেলার মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যান কেভিন প্রিন্স বোয়েতেং। এমনকী ম্যান সিটি থেকে ইতালিতে ফিরে বালোতেলিকে নিজের প্রাক্তন দল ইন্টার মিলান সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়তে হয়েছিল।
এক দিকে, বালোতেলির বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়া। অন্য দিকে, রোমার সঙ্গে গোলশূন্য ড্র করার জন্য পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার টিকিট পাওয়ার অঙ্ক জটিল হল এসি মিলানের। |