স্পেনের সার্জিও গার্সিয়ার বাক্যবান আর শেষ রাউন্ডের সতেরো নম্বর হোল খেলার আগে পর্যন্ত তাঁর সঙ্গে একই স্কোরে টাই থাকা, কোনওটাই চাপে ফেলতে পারল না টাইগার উডসকে। ফ্লোরিডার স্যগ্রাস-এ ১৭ লক্ষ ডলার পুরস্কর মূল্যের প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ জিতে চলতি মরসুমে নিজের চতুর্থ খেতাব নিশ্চিত করলেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে এসে উডস মুচকি হেসে বললেন, “নিজের সাফল্যে আমি মোটেই আশ্চর্য নই। অনেকেই ধরে নিয়েছিলেন আমি ফুরিয়ে গিয়েছি। আমি কিন্তু কোনও দিনও তেমন ভাবিনি!” |
উডসের এই জয়ের সঙ্গে অবশ্য পাকাপাকি ভাবে জড়িয়ে থাকল গার্সিয়া-বিতর্ক। তৃতীয় রাউন্ডে স্প্যানিশ তারকার সঙ্গে খেলা পড়েছিল উডসের। উডসকে নিয়ে দর্শকদের মাতামাতিতে বিরক্ত গার্সিয়া অভিযোগ করেন, তাঁর মনঃসংযোগ নষ্ট হচ্ছে। পরে তিনি সরাসরি বলেন, “ট্যুরের ভাল মানুষদের মধ্যে উডস পড়ে না। আমরা একে অপরকে একদম পছন্দ করি না। আশা করি ভবিষ্যতে আর কখনও ওর সঙ্গে আমাকে খেলতে হবে না।” উডসের নতুন বান্ধবী, স্কি তারকা লিন্ডসে ভন কোর্সে হাজির ছিলেন শেষ রাউন্ডের খেলা দেখতে। তাঁর সামনে ষোলো নম্বর হোল পর্যন্ত গার্সিয়ার সঙ্গে উডসের স্কোর টাই ছিল। তবে ঠিক যখন মনে হচ্ছে দুই গল্ফারের বিবাদ নাটকীয় প্লে অফ পর্যন্ত গড়াবে, তখনই সতেরো নম্বর হোল-এ দু’বার গার্সিয়ার টি-শট গিয়ে পড়ে জলে। পরের হোল-এও আবার জলে পড়ে গার্সিয়ার শট। সব মিলিয়ে তিনি শেষ করেন উডসের থেকে ছয় শটে পিছিয়ে।
অন্য দিকে, ২০০১ সালের পর আবার এখানে জিতলেন উডস। পিজিএ ট্যুরে তাঁর খেতাবের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮, যা স্যাম স্নিডের ৮২টি পিজিএ খেতাবের রেকর্ডের আরও কাছে নিয়ে গেল উডসকে। চলতি মরসুমে সাতটি টুর্নামেন্টে নেমে চারটিতে জেতার পরে বলা শুরু হয়েছে উডস আবার নিজের সেই ২০০০ সালের মতো অপ্রতিরোধ্য ফর্ম ফিরে পেয়েছেন। উডস নিজেও বুঝিয়েছেন, গার্সিয়া-বিতর্কের থেকে নিজের খেলাতেই মন দিতে বেশি আগ্রহী তিনি। বলেছেন, “আমাদের আসল কাজ হল মাঠে নেমে খেলা। আজ আমার সামনে জেতার একটা সুযোগ তৈরি হয়েছিল। আর আমি পরিস্থিতিটা দক্ষতার সঙ্গে সামলাতে পেরেছি। আসল সময়ে নিজের সেরাটা বের করে আনতে পেরেছি। আর সেটাই সব থেকে বড় কথা!” |