আইসিসির ক্রিকেট কমিটিতে লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে নতুন ঝড় উঠে পড়ল ক্রিকেট বিশ্বে। কোনও কোনও মহল থেকে সোমবার জল্পনা ছড়িয়ে পড়ল যে, শিবরামকৃষ্ণন ইস্যুতে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড নাকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টিম পর্যন্ত তুলে নিতে পারে! ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত পরিষ্কার করে এই ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। বরং এক বোর্ড কর্তা বলেছেন, “এখনও ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছি। কিন্তু ঘটনা হল, সব কিছুই নির্ভর করবে শিবরামকৃষ্ণনকে নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তার উপর।” এর আগে অবশ্য বোর্ডের এক শীর্ষ কর্তা স্পষ্ট বলেছিলেন, “ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে। নাম তুলে নেওয়ার প্রশ্নই নেই।” কিন্তু রাতে আবার বোর্ডের তরফে উল্টো সুর শোনা গেল।
কিন্তু পুরো ঘটনাটা কী? আইসিসি-র ক্রিকেট কমিটিতে প্রথমে টিম মে নির্বাচিত হয়ে আসেন। কিন্তু পরে সে জায়গায় নতুন করে ভোট করিয়ে আনা হয় শিবাকে। যা নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্ক বেঁধে যায়। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংস্থার (ফিকা) পক্ষ থেকে তদন্তেরও দাবি তোলা হয়। অভিযোগ করা হয়, ভারতীয় বোর্ড নিজেদের প্রভাব খাটিয়ে শিবাকে কমিটিতে ঢুকিয়েছে। যা অন্যায়।
এ দিন যে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্ত রণতুঙ্গা বলে দেন, “যখনই কোনও এশীয় ক্রিকেটার কোনও ব্যাপারে ঢুকে পড়ে, তখনই এ রকম সব ব্যাপার ঘটতে দেখা যায়। খুব দুর্ভাগ্যজনক। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন নিয়ে কথা বলতে হলে, ওর ক্রিকেট কেরিয়ারটাই দেখা ভাল নয় কি?” পাক বোর্ডের প্রধান জাকা আসরাফও বলে দেন, “কয়েকটা ক্ষেত্রে যখন ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে, তখনই দেখি এ ভাবে বাকিরা বিরোধিতা করতে থাকে। কেন হবে এ রকম?” কিন্তু দুই প্রতিবেশী দেশের সমর্থন পাওয়ার পরেও এ দিন সকাল থেকে জল্পনা ছড়িয়ে পড়ে, শিবার ইস্যু নিয়ে ভারতীয় বোর্ড এতটাই বিরক্ত যে, তারা আগামী জুনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির টিমকে পাঠাবে না। ভারত নাম তুলে নেবে।
পরিস্থিতি যা, তাতে আগামী ক’দিন ক্রিকেট বিশ্বে নতুন করে ঝড় উঠতে পারে। |