রাজা থেকে ফকির। গত ছ’ম্যাচে চারটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্সদের মেজাজের হাল এখন এমনই। পুণে ওয়ারিয়র্সকে ১৩০ রানে হারানোর পর থেকে টানা ছ’টা অ্যাওয়ে ম্যাচের মধ্যে রবিবার চতুর্থ হারের ধাক্কাটা সবথেকে বেশি বেজেছে ক্রিস গেইলদের। স্লো পিচে নাইটরা এ ভাবে ব্যাটিং বিশ্বের ‘সূর্য’, ‘তারা’, ‘নক্ষত্র’দের নাকানি চোবানি খাওয়াবে, আন্দাজ করতে পারেননি বিরাট কোহলিরা। বাকি দু’ম্যাচে তাই ঘরের মাঠে ফর্মের ‘মাসল’ ফুলিয়ে জেতাটা প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সদের। যার প্রথম লড়াইটা সোমবার ১৩ ম্যাচে পাঁচটা হারা কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে।
কিন্তু এই পরিসংখ্যানেও স্বস্তি কোথায়? ‘কিলার’ মিলার রয়েছেন যে! মোহালিতে যিনি ৩৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসে একাই অবিশ্বাস্য হারের মুখে ফেলে দিয়েছিলেন বেঙ্গালুরুকে। ঘরের মাঠে অবশ্য মিলারের দাওয়াই আগেভাগে প্রস্তুত রাখছেন ক্যাপ্টেন কোহলি। ‘কিলার’ মিলারের পাল্টা ‘ক্যালিপসো’ গেইল। |
চিন্নাস্বামী গেইলের প্রিয় ‘মৃগয়াভূমি’। এ মরসুমে ৬০৩ রানের মধ্যে গেইলের ৪২৭ রানই এসেছে এই মাঠে। কোহলিও কম যান না। ৫২১ রান করে ফেলেছেন আইপিএল সিক্সে, যার মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটা এসেছে অ্যাডাম গিলক্রিস্টদের বিরুদ্ধেই। এবি ডে’ভিলিয়ার্স, চেতেশ্বর পূজারা, মোজেস এনরিকেদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপের কিংস কেন আইপিএলের যে কোনও দলের বোলিংকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ঘরের মাঠে এ মরসুমে অপরাজিত রেকর্ডের পাশে যে সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে।
বিরাটের বোলিং ব্রিগেডও কম কী? রবি রামপাল, মুরলী কার্তিক, বিনয় কুমার, জয়দেব উনাদকট আর অভিমন্যু মিঠুনরা মোহালি ম্যাচের শেষ পাঁচ ওভার বাদ দিলে এখনও পর্যন্ত ধারাবাহিক। সেটাও বেঙ্গালুরু অধিনায়কের বিরাট ভরসা। এ বার দেখার শেষ পর্যন্ত ছড়ি কে ঘোরান। |