|
|
|
|
বরাদ্দের শর্ত না মানলে জরিমানা রাজ্যকে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় অনুদানের অর্থ প্রকল্প রূপায়ণের বদলে অন্য খাতে ব্যবহার করলে রাজ্যের বিরুদ্ধে এ বার জরিমানা ধার্য করবে কেন্দ্র।
সরকারের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, চলতি আর্থিক বছরের মধ্যে এই নীতি প্রণয়ন করতে চাইছে মনমোহন সিংহ সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ আজ জানান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পে কেন্দ্র প্রতিটি রাজ্যকে প্রচুর টাকা অনুদান দেয়। সেই অর্থ সরাসরি রাজ্যের কাছে যায়। তার পর রাজ্য তা প্রকল্প রূপায়ণ কর্তৃপক্ষকে হস্তান্তর করে। কিন্তু বহু রাজ্য ওই টাকা অন্য খাতে সরিয়ে ফেলে বলে অভিযোগ। অনেক সময়ে টাকা রাজ্য সরকার ব্যাঙ্কে ফেলে রেখে সুদ আয় করেও বলেও অভিযোগ উঠেছে।
প্রস্তাবিত নতুন নিয়মে বলা হবে, কেন্দ্র অর্থ বরাদ্দ করার পর রাজ্য সরকারকে প্রকল্প রূপায়ণ কর্তৃপক্ষের কাছে ১৫ দিনের মধ্যে তা পাঠিয়ে দিতে হবে। ১৫ দিনের বেশি ওই টাকা রাজ্যের কোষাগারে পড়ে থাকলে জরিমানা ধার্য করবে কেন্দ্র।
অর্থ মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, কেন্দ্রের অনুদানের টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগ রয়েছে মূলত অর্থনৈতিক ভাবে দুর্বল রাজ্যগুলির বিরুদ্ধে। বাম আমলে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এ বিষয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল। এতে আসলে ক্ষতি হয় মানুষেরই। তাঁরা যথাসময়ে তাঁদের প্রাপ্য টাকা বা উন্নয়ন থেকে বঞ্চিত হন।
অনেক রাজ্যের পাল্টা অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ যথা সময়ে পাওয়া যায় না। আগের টাকা খরচ করার শংসাপত্র দিলেও পরের কিস্তির টাকা পেতে অযথা সময় লাগে। অর্থ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, এই সমস্যা সমাধানেও এবার পদক্ষেপ করছে কেন্দ্র।
বিভিন্ন খাতে অর্থ ই- ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের কাছে পাঠানোর সুপারিশ করেছে সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা পরিষদ। সেই সুপারিশও এ বার রূপায়ণ করা হবে। |
|
|
|
|
|