লক্ষ্য দ্বিতীয় আসন
কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যসভায় লড়বে এআইইউডিএফ
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রার্থী না-দিলেও, অসমে রাজ্যসভার দ্বিতীয় আসনে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে এআইইউডিএফ। রাজ্যসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে গতকাল বিশেষ বৈঠকে বসেছিলেন এআইইউডিএফ নেতৃত্ব। হাজির ছিলেন দলের প্রধান বদরুদ্দিন আজমল-সহ দলীয় বিধায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সেখানেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় মুখপাত্র হায়দর হুসেন বরা এ দিন জানান, মনমোহন সিংহের বিরুদ্ধে প্রার্থী না-দিলেও, দ্বিতীয় আসনে তাঁরা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। দলের কার্যনির্বাহী সভাপতি আদিত্য লাংথাসা জানান, কংগ্রেসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে অন্যান্য বিরোধী দলের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন।
দ্বিতীয় আসনের জন্য কংগ্রেসও প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করেনি। গগৈ-শিবির, বিক্ষুব্ধ শিবির, চা-গোষ্ঠী, সংখ্যালঘু গোষ্ঠীকে একসঙ্গে সন্তুষ্ট করা যে অসম্ভব তা বুঝতে পেরে প্রার্থী বাছাইয়ের ঝুঁকি নিজের কাঁধে রাখেননি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১০ জনের নামের তালিকা সনিয়া গাঁধীর কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, তাতে হেমপ্রভা শইকিয়া, রঞ্জিৎ বরঠাকুর, আবদুল মুহিব মজুমদার, কিরিপ চালিহা, আকলিয়াক তির্কের নাম রয়েছে। মনোনয়ন জমা দিতে ১৫ মে গুয়াহাটি পৌঁছবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ওই দিন দলীয় বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠকে প্রার্থীর নাম ঠিক হতে পারে।
অসমে রাজ্যসভার দ্বিতীয় আসনটি দখল করতে অন্তত ৪৩টি ভোট প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে প্রধান বিরোধী দল এআইইউডিএফ-এর ১৮ জন বিধায়ক রয়েছেন। অগপ-র ৯ এবং বিজেপির ৫ জন বিধায়ক। ওই আসনে জয়লাভ করতে তাঁদের আরও ১১টি ভোটের প্রয়োজন।
কংগ্রেসের বিধায়ক-সংখ্যা ৭৯। তাঁদের জোট শরিক বিপিএফ-এর বিধায়ক ১২। সে দিক দিয়ে ভোটের ময়দানে এগিয়ে রয়েছে কংগ্রেস-ই। রাজনৈতিক মহলের বক্তব্য, নির্দল ২ জন এবং তৃণমূলের একজন বিধায়ক কংগ্রেস প্রার্থীকেই ভোট দেবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.