তরুণীকে নিয়ে পালানোর চেষ্টা,ধৃত দুই মহিলা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ভুল বুঝিয়ে এক তরুণীকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। কালনার ১১ নম্বর ওয়ার্ডে শ্যামরায় পাড়ার ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রভাতী বৈদ্য ও প্রতিমা বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১০ এপ্রিল শ্যামরায় পাড়ার বছর আঠাশের ওই তরুণী নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকজন কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু ২৬ এপ্রিল ফিরে আসেন ওই তরুণী। সঙ্গে এক যুবক। আকাশ মণ্ডল নামে ওই যুবকটি জানায়, তার বাড়ি নদিয়ার রানাঘাটে মুরগাছা গ্রামে। ২৮ এপ্রিল সে শ্যামরায়পাড়া থেকে চলে যায়। ওই তরুণীর অভিযোগ, যুবকটি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু শ্যামরায় পাড়া ছেড়ে যাওয়ার পরে আর তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। এর পরে হঠাত্ই দুই মহিলা এসে নিজেদের আকাশের আত্মীয় বলে দাবি করে। তারা ওই তরুণীকে নিয়ে যেতে চায়। কিন্তু কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই তরুণীর বাড়ির লোকেরা। তাঁদের সন্দেহ, ওই মহিলারা নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত। পুলিশ জানায়, তদন্তে জানা গিয়েছে, আকাশের সঙ্গে বছর দুয়েক আগে ওই তরুণীর পরিচয় হয় কালনা কলেজে একটি অনুষ্ঠানে। পরে তাঁদের মধ্যে ফোনে কথাবার্তা হতো। পুলিশ জানায়, আকাশের খোঁজ চলছে। |
কালনায় বেচারাম
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কালনা |
অর্থলগ্নি সংস্থার বাড়বাড়ন্তের জন্য দায়ী সিপিএমই, রায়না ও কালনায় সভা করে এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সোমবার রায়নার সেহারাবাজার স্টেশন লাগোয়া মাঠের সভায় তাঁর দাবি, “ এই সংস্থাগুলির জন্ম বামফ্রন্ট আমলে। তবে এ নিয়ে আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। সরকার তহবিল গড়ে আমানতকারীদের পাশে দাঁড়াবে।” সন্ধ্যায় কালনা শহরে পথসভায় রাজ্যে কংগ্রেসের ভূমিকার সমালোচনাও করেন তিনি। |
দায়ী সিপিএম, দাবি মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কালনা |
অর্থলগ্নি সংস্থার বাড়বাড়ন্তের জন্য দায়ী সিপিএমই, রায়না ও কালনায় সভা করে এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সোমবার রায়নার সেহারাবাজার স্টেশন লাগোয়া মাঠের সভায় তাঁর দাবি, “এই সংস্থাগুলির জন্ম বামফ্রন্ট আমলে। তবে এ নিয়ে আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। সরকার তহবিল গড়ে আমানতকারীদের পাশে দাঁড়াবে।” সন্ধ্যায় কালনা শহরে পথসভায় রাজ্যে কংগ্রেসের ভূমিকার সমালোচনাও করেন তিনি। |
ছাত্রীর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ওই ছাত্রীর নাম স্নিগ্ধা ভট্টাচার্য (২২)। বাড়ি শহরের বিধানপল্লি পূর্বমাঠপাড়া। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |