অপহরণের ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে ‘প্রেমিকার’ বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাসিন্দারা ওই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রবিবার সন্ধ্যায় বালুরঘাটের মঙ্গলপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অমিত সিংহ ওরফে লাল নামে ওই যুবককে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’মাস আগে প্রেমিকাকে অপহরণের অভিযোগে অমিত জেলও খাটে। সুস্থ হলে অমিতকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর জখমকে নিজেদের সমর্থক দাবি করে একদল কংগ্রেস কর্মী সমর্থক হাসপাতালে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন বিক্ষোভকারীরা। পুলিশ কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হলে তুমুল উত্তেজনা দেখা দেয়। ডিএসপি (সদর) উত্তম ঘোষের নেতৃত্বে কমব্যাট ফোর্স গিয়ে হাসপাতাল চত্বর থেকে পাঁচ কংগ্রেস সমর্থককে আটক করে। ডিএসপি বলেন, “দু’তরফে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানায়, অমিতের বাড়ি শহরের ডাকবাংলো পাড়ার। মঙ্গলপুর এলাকার এক ব্যবসায়ীর নাবালিকা মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযুক্তের দাবি। দু’মাস আগে ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার হয়ে জেলও খাটে অমিত। এ দিন ওই ব্যবসায়ীর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় ওই বাড়ির কয়েকজন আত্মীয় সামনের রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। সেই সময় অমিত গিয়ে ওই বাড়ির এক আত্মীয়কে চড় মারেন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় বাসিন্দাদের পাল্টা মারে জখম হন অমিত। তাঁকে ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
খুনে অভিযুক্ত যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
খুনের ঘটনার অভিযুক্ত এক যুবকের মৃতদেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিযেছে। রবিবার সকালে কলিয়াচক থানায় নয়াগ্রাম বালুয়াচরা গ্রামের আম বাগানে ওই যুবকের মৃহদেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের নাম আনারুল শেখ (৩৫)। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, একটি খুনের অভিযোগে আনারুল শেখ দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাঁকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে জালালপুরের বালুয়াচরায় জমির দখলকে কেন্দ্র করে সর্ংঘষের জেরে একজন খুন হয়েছিলেন। সেই ঘটনার প্রধান অভিযুক্ত ছিল আনারুল শেখ। খুনের পর থেকেই জালালপুর থেকে আনারুল ইংরেজবাজারের যদুপুরের গাবগাছি এলাকায় বসবাস শুরু করেন। আনারুলের বোন রুখসেনা জানিয়েছেন, শনিবার বিকালে মোবাইল টেলিফোন আসার পর দাদা বাড়ি থেকে বার হন। এদিন সকালে দেহটি উদ্ধার হয়। |