জুনে পঞ্চায়েত ভোট না হলে রাজ্যে যে সাংবিধানিক সংকট তৈরি হবে তাতে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হবে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার শিলিগুড়িতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা বলেন তিনি। প্রদীপবাবু বলেন, “নির্ধারিত সময়ে ভোট না হলে রাজ্য যে সমস্যায় পড়বে তার দায়ভার বর্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। রাজ্যে গ্রাম সংসদ ভেঙে যাবে। ফলে রাজ্যের কোনও রকম উন্নয়ন করা সম্ভব হবে না। জেলা শাসক বা বিডিওদের নিয়োগ করে শাসন চালানোর চেষ্টা করা হোক না কেন, প্রশাসনিক স্তর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজ করা সম্ভব নয়।”
পাশাপাশি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর বিবৃতিকে অন্যায় ও অপরাধ বলেও মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “আইন না মেনে তারা যদি নিজেদের মত করে চলবেন বলে মনে করে থাকেন তাহলে তৃণমূল ভুল করবে।” তিনি আরও বলেন,“কংগ্রেস ভোটের জন্য প্রস্তুত। উত্তরবঙ্গে কংগ্রেস ভাল ফল করবে। জলপাইগুড়ি ও কোচবিহারে সংগঠন বেশ মজবুত রয়েছে। কংগ্রেস ভোট চাইছে সংবিধানের নিয়ম মেনেই।” মুখ্যমন্ত্রী যে ঢঙে কথা বলছেন, তা বাংলার পক্ষে ক্ষতিকারক দাবি করে প্রদীপবাবু বলেন,“তিনি নিজেকে সততার প্রতীক হয়ে থাকার অভিনয় করছেন কিন্তু ধীরে ধীরে তিনি দুর্নীতির প্রতীক হয়ে উঠেছেন।” এদিন যুব কংগ্রেসের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন প্রদীপবাবু।
|