বেআইনি নির্মাণের নালিশ শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেবক রোডের একটি হোটেলের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র ও কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন নীরজ পেরিওয়াল নামে এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, ওই হোটেলের ছাদে একটি বেআইনি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। বাকি কাজ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র হোটেল মজুত করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ওই অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি দল হোটেলে পাঠানো হবে। তার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” হোটেল মালিক পক্ষের তরফে কাজল সরকার বলেন, “আইন মেনে কাজ করছি। এর পরে যদি পুরসভা মনে করে এটা বেআইনি তাহলে ভেঙে দেব।”
|
পড়ুয়া কম, বন্ধ স্কুল
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পড়ুয়া কমে যাওয়ায় জলপাইগুড়ি জেলার ২০টি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ওই স্কুলে অনাথ শিশুদের নিয়ে আবাসিক স্কুল করা হবে। ছাত্র ছাত্রীর সংখ্যা কমার কারণ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি পরিদর্শক দল গঠন করা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ধর্তিমোহন রায়।
|
পাচারকারী ধৃত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
রবিবার দুপুরে নারী পাচারকারীরা সন্দেহে এক যুবক-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শামুকতলা থানার ভাটিবাড়ি গ্রামের ঘটনা। উদ্ধার হয়েছে এক কিশোরী। বাড়ি ভাটিবাড়ির বোড়াগাড়ি গ্রামে। ধৃত একজন স্থানীয়। বাকিরা দিল্লি ও বিহারের বাসিন্দা। |