সম্প্রতি শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে পুরসভার তিনটি ট্যাপ থেকে ব্যাঙাচি বার হয়। এক মাসের মধ্যেই রবিবার একইভাবে ব্যাঙাচি বার হল ওই তিনটি ট্যাপ থেকেই। ওই জল খেয়ে কয়েকজন পেটের রোগে ভুগছেন বলে বাসিন্দারা দাবি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, খবর দিলেও এলাকার তৃণমূল কাউন্সিলর তথা ৩ নম্বর বরোর চেয়ারম্যান নিখিল সাহানি যাননি। যান জল সরবারাহ বিভাগের মেয়র পারিষদ পম্পা দাস রায় ও পুরসভার কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধানও। |
ফের ব্যাঙাচি।—নিজস্ব চিত্র। |
পম্পাদেবী বলেন, “সম্ভবত এই ব্যাঙাচিগুলি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরের সুইমিং পুল থেকে চলে আসতে পারে। সুইমিং পুলটি বেশ কিছুদিন ধরে বন্ধ। সেখানে প্রচুর ব্যাঙাচি রয়েছে বলে দেখা গিয়েছে। পুলটিতে পুরসভার জলের সংযোগও রয়েছে। আমরা দেখছি।” মাটি খুঁড়ে পাইপ বার করে সাফাই করানো হচ্ছে বলে মেয়র পারিষদ জানান।
নিখিল সাহানি’র বক্তব্য, “আমি শহরের বাইরে। তাই যেতে পারিনি। একই ঘটনা বারবার ঘটলেও পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন না।” এ দিন সকালে ৮টা নাগাদ প্রমোদনগরের বাসিন্দারা দেখতে পান, ট্যাপ থেকে ক্রমাগত একটা দুটো করে ব্যাঙাচি বার হচ্ছে। প্রথমে একটি কল থেকে তা বার হলেও পরে এলাকার ৩ টি কল থেকেই তা বার হতে থাকে। |