দু’বছরেও পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা হয়নি। ফলে, পড়ে থেকে অবহেলায় নষ্ট হচ্ছে ক্যানিং-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের (বিএলএলআরও) নতুন ভবন। চুরি হয়ে যাচ্ছে জানলা-দরজা, গ্রিল, শাটার। সঙ্কীর্ণ পরিসরের দীর্ঘ দিনের ভাড়া বাড়িতেই চলছে ওই দফতরের যাবতীয় কাজকর্ম।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের সিনেমাহল পাড়ায় একটি ছোট ভাড়াবাড়িতে ওই দফতরের কাজকর্ম চলে। সব মিলিয়ে কর্মিসংখ্যা জনা বারো। জায়গার অপ্রতুলতার কারণে নথিপত্র জমা রাখতে তাঁরা সমস্যায় পড়েন বলে জানিয়েছেন সেখানকার কয়েক জন কর্মী। ২০১০ সালে জেলা পরিষদের টাকায় ক্যানিংয়ের বাজার সংলগ্ন এলাকায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের জন্য ১৫০০ বর্গফুট জমিতে দোতলা ভবন তৈরিতে হাত দেয় ক্যানিং-১ পঞ্চায়েত সমিতি। |
বিএলএলআরও-র নয়া অফিসভবন।—নিজস্ব চিত্র। |
২০১১ সালের মার্চ মাসে ভবন নির্মাণের কাজ শেষ হয়। খরচ হয় পাঁচ লক্ষ টাকা। কিন্তু তার পরে দু’বছর কেটে গেলেও শুরু হয়নি সরকারি কাজকর্ম। অবহেলায়, অনাদরে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবন।
কবে চালু হবে নতুন ভবন? এ নিয়ে কোনও কথা বলতে চাননি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবাশিস সিন্হা। বিডিও জগন্নাথ ভড় বলেন, “ওই ভবনের জানলা-দরজা, গ্রিল চুরি হয়ে গিয়েছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। শীঘ্রই ওই ভবনের পানীয় জল ও বিদ্যুতের সমস্যা সমাধান করে সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেওয়া হবে।” |