বেশ কিছু নলকূপ অকেজো হয়ে যাওয়ায় পানীয় জলের সঙ্কট ছিলই। গরম যত বাড়ছে, সেই সঙ্কট আরও তীব্র হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের আটটি পঞ্চায়েত এলাকায়। কেননা, অকেজো হয়ে পড়া নলকূপের সংখ্যা বাড়ছে। বিচ্ছিন্ন ভাবে কয়েকটি এলাকায় নলকূপ সারানোর ব্যাপারে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও সামগ্রিক সমস্যা কবে মিটবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।
বিডিও সৌমেন মাইতি বলেন, “নতুন নলকূপ বসানো এবং কিছু নলকূপ সারানোর জন্য প্রায় ৫০টি আবেদন এসেছে। আমাদের তহবিলে নলকূপ বসানো বা সারানোর টাকা নেই। পঞ্চায়েত প্রধানদের অকেজো নলকূপ সংস্কারের জন্য বলা হয়েছে।”
ব্লকে মোট পঞ্চায়েতের সংখ্যা ১০টি। তার মধ্যে যে আটটি পঞ্চায়েতে পানীয় জলের জন্য গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেগুলি হল শঙ্করপুর, দেবীপুর, কৃষ্ণচন্দ্রপুর, পূর্ব মথুরাপুর, লক্ষ্মীনারায়ণপুর উত্তর, লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ, নালুয়া এবং আবাদ ভগবানপুর। এর মধ্যে কোথাও অকেজো হয়ে গিয়েছে ২০টি, কোথাও ২৫টি, কোথাও ২৬টি নলকূপ খারাপ। এখনও ওই ব্লকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু হয়নি। গ্রামবাসীদের বেশির ভাগই নলকূপের জল পানীয় হিসেবে ব্যবহার করেন। |
কেউ কেউ পুকুরের জলও নেন। কিন্তু গরম বাড়তে অনেক পুকুরেরই জলস্তর নেমে গিয়েছে। তার উপরে একের পর এক নলকূপ খারাপ হয়ে পড়ায় গ্রামবাসীদের পানীয় জলের জন্য দূরে যেতে হচ্ছে। চালু নলকূপগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় বাড়ছে। সমস্যায় পড়েছে বিভিন্ন স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্রও। অনেক স্কুলে পুকুরের জলে মিড ডে মিল রান্না হচ্ছে।
ভুক্তভোগীদের মধ্যে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ পঞ্চায়েতের ছোট ঘোড়াদল গ্রামের বাসিন্দা মোজাম্মেল পাইক বলেন, “প্রায় তিন বছর ধরে গ্রামের একমাত্র নলকূপটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সারানোর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে প্রায় এক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে।” পূর্ব মথুরাপুরের কয়ালপাড়া গ্রামের বাসিন্দা কমল কয়াল বলেন, “নলকূপ মাস দেড়েক ধরে খারাপ। কবে যে সারানো হবে জানি না।”
কিছু পঞ্চায়েত নলকূপ সারাতে উদ্যোগী হলেও বেশির ভাগ পঞ্চায়েতের প্রধানদেরই বক্তব্য, নলকূপ সারানোর মতো টাকা নেই। লক্ষ্মীনারায়ণপুর উত্তর পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুবোধ হালদার বলেন, “নতুন নলকূপ বসানোর মতো টাকা আমাদের তহবিলে নেই। সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। তবে, কিছু নলকূপ সারানোর ব্যবস্থা করা হচ্ছে।” লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রবোধ পুরকাইত বলেন, “কিছু নলকূপ খারাপ হয়েছে ঠিকই। গ্রামবাসীরা নতুন নলকূপ চাইছেন। কিন্তু বসাব কোথা থেকে? টাকা নেই। অকেজো কয়েকটি নলকূপ দ্রুত সারানোর চেষ্টা করছি।”
আশার কথা শুনিয়েছেন মথুরাপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূলের আলাউদ্দিন খা।ঁ তিনি জানিয়েছেন, বিধায়ক তহবিলের টাকায় ইতিমধ্যে নালুয়া পঞ্চায়েতের গম্ভীরনাথ শিশু শিক্ষাকেন্দ্রে নলকূপ বসানোর পরিকল্পনা করা হয়েছে। অন্যত্র নলকূপের সমস্যাগুলিও মেটানোর চেষ্টা হচ্ছে।
|
কোথায় কত নলকূপ খারাপ |
পঞ্চায়েত |
নলকূপ |
খারাপ |
শঙ্করপুর |
৯৮ |
২০ |
দেবীপুর |
১২৫ |
১৭ |
কৃষ্ণচন্দ্রপুর |
১০৭ |
১২ |
পূর্ব মথুরাপুর |
৯৭ |
১২ |
লক্ষ্মীনারায়ণপুর উত্তর |
১০৭ |
২৫ |
লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ |
৮৫ |
২০ |
নালুয়া |
১১০ |
২২ |
আবাদ ভগবানপুর |
৮০ |
২৬ |
|