|
|
|
|
সোনা বিক্রির টোপ দিয়ে প্রতারণা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কম দামে সোনা বিক্রির লোভ দেখিয়ে লোকজনকে ডেকে আনার পর টাকা ছিনতাই করে পালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পূর্ণচন্দ্র সামন্ত ও সুধাংশু মণ্ডল। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে তাঁদের হাতে-নাতে ধরে ফেলে পুলিশ। একটি সোনার হার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পেশায় ইট ভাটার শ্রমিক পূর্ণচন্দ্রের বাড়ি তমলুকের উত্তর নারিকেলদা গ্রামে। আর সুধাংশুর বাড়ি হাওড়া জেলার শ্যামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক বাজার দরের চেয়ে অনেক কম দামে সোনার গয়না বিক্রির লোভ দেখিয়ে ক্রেতাদের তমলুক শহরের একটি নির্দিষ্ট জায়গায় হাজির হতে বলতেন। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যেতেন দু’জনে। এই ভাবেই শনিবার বিকেলে তমলুক শহরের রূপনারায়ণের তীরবর্তী শঙ্করআড়া চর এলাকায় এক ব্যক্তিকে ডেকেছিলেন তাঁরা। খবর পেয়ে তমলুক থানার পুলিশ সেখানে হানা দিয়ে পূর্ণচন্দ্র ও সুধাংশুকে হাতে-নাতে গ্রেফতার করে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে, ধৃতেরা মোটর বাইক চুরির চক্রের সঙ্গেও জড়িত। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। |
|
|
|
|
|