টুকরো খবর
বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলি তৈরি সিপিএম আমলে: শিশির
বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে দলকে জড়িয়ে যে প্রচার চলছে, তার বিরুদ্ধে প্রচার চালানোর জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির অধিকারী। রবিবার নন্দকুমারে পঞ্চায়েত সমিতির সভাগৃহে জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় শিশিরবাবু বলেন, “সারদা-সহ চিট ফান্ড নিয়ে আমাদের দলের বিরুদ্ধে সিপিএম মিথ্যা প্রচার চালাচ্ছে। অথচ বেআইনি অর্থলগ্নি সংস্থা তৈরি হয়েছিল সিপিএম সরকারের আমলে। সে সময়ে সংস্থাগুলি সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছিল। আমরা এর বিরুদ্ধে। রাজ্য সরকার এর রমরমা ঠেকাতে আইন তৈরি করছে। সারদা কাণ্ডে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমাদেরও নজর রাখতে হবে কারা অতিরিক্ত সুদের লোভ দেখিয়ে টাকা তুলছে।” আগামী ২০ মে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাফল্যের দিক তুলে ধরে প্রচার চালানোরও নির্দেশ দেন শিশিরবাবু। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “আমরা প্রস্তুত রয়েছি। দলের বুথস্তর থেকে মতামত নিয়ে সবচেয়ে যোগ্য প্রার্থীদের বাছাই করার কাজ চলছে।”

স্ত্রীকে বঁটির কোপ মেরে পলাতক
স্ত্রীকে বঁটির কোপ মেরে পালালেন স্বামী। শনিবার সকালে ঘটনাটি ঘটে পটাশপুরের পালপাড়া গ্রামে। বছর কুড়ির বধূ বন্দনা মণ্ডল গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বামী ভোলানাথ মণ্ডল পলাতক। মাস সাতেক আগে একই গ্রামের বন্দনা ও ভোলানাথের বিয়ে হয়। ভোলানাথ কর্মসূত্রে ওড়িশায় থাকেন। দিন সাতেক আগে গ্রামে আসেন তিনি। স্ত্রীকে বাপের বাড়ি তেকে আনার পর শনিবার সকালে ঘরের দরজা বন্ধ করে বঁটির কোপ মারতে শুরু করেন ভোলানাথ। চিৎকার শুনে তাঁর মা ছবিদেবী ছুটে আসেন এবং বৌমাকে উদ্ধার করেন। পরে গ্রামবাসীরা বন্দনাকে গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করেন। বন্দনার বাবা রবীন্দ্রনাথ জানা জামাইয়ের বিরুদ্ধে থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। ভোলানাথ পলাতক। স্ত্রীকে তিনি কেন কোপালেন, জানা যায়নি।

উদ্ধার কিশোরী
উদ্ধার হল হলদিয়ার গাঁধীনগরের অপহৃতা এক কিশোরী। শনিবার রাতে হলদিয়া থানার পুলিশ কাঁথির ভগবানপুরের বেড়েদিঘি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। গত ৬ মে সে নিখোঁজ হয়েছিল। ওই কিশোরীর পরিবার হলদিয়া থানায় স্থানীয় যুবক তপন জানা-সহ পরিবারের তিন জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। তপনের দাদা স্বপন জানাকে গ্রেফতার করে নাবালিকার খোঁজ পায় পুলিশ। এ দিন ভগবানপুরের একটি ভাড়া বাড়ি থেকে ওই কিশোরীকে পাওয়া গেলেও পলাতক পেশায় ট্রাক চালক তপন। ধৃত স্বপন জানাকে রবিবার হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১২ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

তিন কন্যার বিয়ে পাঁউশির অনাথ আশ্রমে
বিয়ের সানাই বাজল পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে। আবাসিক কাজল আর শর্মিষ্ঠার সঙ্গে নিজের মেয়ে চায়নারও বিয়ে দিলেন আশ্রমের কর্ণধার বলরাম করণ।৭২ জন দুঃস্থ, অনাথ ছেলেমেয়ে নিয়ে ভগবানপুর ২ ব্লকের পাঁউশিতে গত দেড় দশক ধরে একক প্রয়াসে অন্ত্যোদয় অনাথ আশ্রম চালিয়ে আসছেন বলরামবাবু। শনিবার আশ্রমের তিনকন্যার বিয়ের আয়োজন করেছিলেন তিনি। বিয়ে দেখতে এসেছিলেন দিল্লির চন্দনা সেনগুপ্ত, কলকাতার প্রবীর ভট্টাচার্য, রাজেন্দ্র পালিত, হাওড়ার সমীর বসুরা। বিয়ে দেখে তাঁরা অভিভূত সকলেই। তিন দিদির বিয়ের পিঁড়ি ধরা থেকে অতিথিদের আপ্যায়নযাবতীয় ঝক্কি সামলেছে আবাসিক হীরালাল, রাহুল, দেবী, মনি-সহ সকলেই। বলরাম করণের কথায়, “আমার স্ত্রী আর ছেলেমেয়েরাও আশ্রমের ছেলেমেয়েদের সঙ্গে একই সাথে থাকে, খায়। আশ্রমে সবাই সমান।”

মৃত প্রাক্তন পুরপিতা
মারা গেলেন কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার অশোক মিত্র চৌধুরী। শুক্রবার রাতে মুম্বইয়ের একটি নার্সিহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে অশোকবাবু ওই নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন কর্মী অশোকবাবুুর স্ত্রী কৃষ্ণাদেবীও কাঁথি পুরসভার কাউন্সিলর।

আত্মঘাতী বৃদ্ধ
দিঘাগামী লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমরেন্দ্র নাথ দাস (৬৯)। বাড়ি কাঁথি থানার দক্ষিণএড়্যা গ্রামে। শনিবার কাঁথির কৃষ্ণচকের কাছে দিঘা-মেচাদা রেলপথে ঘটনাটি ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জমি-জায়গা বিষয়ক কিছু মামলা-মোকদ্দমা নিয়ে বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সমরেন্দ্রবাবু। শনিবার মেচাদা-দিঘা লোকাল ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অফিসে তল্লাশি
দু’দিন ধরে জেলায় সারদার একাধিক অফিসে তল্লাশি চালিয়ে কম্পিউটার, আসবাব ও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার রাতে তল্লাশি হয় রামজীবনপুর ও কেশপুর অফিসে। রবিবার সকালে ডেবরায়। বাজেয়াপ্ত করা কাগজপত্রের মধ্যে রেজিস্ট্রার খাতাও রয়েছে।

আত্মঘাতী
দিঘাগামী লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম সমরেন্দ্র নাথ দাস (৬৯)। বাড়ি কাঁথির দক্ষিণএড়্যা গ্রামে। শনিবার কৃষ্ণচকের কাছে ঘটনাটি ঘটে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.