টুকরো খবর |
প্ল্যাটফর্মে স্টল উচ্ছেদ, বচসা খড়্গপুর স্টেশনে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্ল্যাটফর্মের স্টল তুলে দেওয়ার অভিযান ঘিরে রবিবার সকালে উত্তেজনা ছড়াল খড়্গপুর স্টেশনে। হকারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আরপিএফ কর্মীরা। পরে হকাররা বিক্ষোভ শুরু করেন। সিনিয়র ডিসিএম বিবেক কুমারের অপসারণের দাবি তোলেন হকাররা। যদিও দিনের শেষে অনভিপ্রেত কিছু ঘটেনি। বিকেলে খড়্গপুরে গিয়ে হকারদের সঙ্গে দেখা করেন সাংসদ প্রবোধ পান্ডা। আজ, সোমবার ডিআরএমের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। প্রবোধবাবু বলেন, “হকাররা ন্যায্য দাবিতেই আন্দোলন করেছেন। ডিআরএমের সঙ্গে এ নিয়ে কথা বলব।” খড়্গপুর স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের ৫টি স্টল তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলের বক্তব্য, এই স্টলগুলো বেআইনি। রবিবার সকালে অভিযান শুরু হয়। ছিলেন সিনিয়র ডিসিএম। একটি স্টল বন্ধও করা হয়। এরপরই একজোট হন হকাররা। তবে গোলমালে প্ল্যাটফর্মের অন্য স্টলগুলো বন্ধ হয়ে যায়। রেলযাত্রীরা সমস্যায় পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে খাবার কিনতে এসেও পাননি। অনেকে জলের বোতল না-পেয়ে ফিরে যান। বিকেল পর্যন্ত দফায় দফায় হকারদের বিক্ষোভ চলতে থাকে। ডান-বাম নির্বিশেষে সমস্ত সংগঠনই হকারদের পাশে দাঁড়ায়। পরিস্থিতি দেখে আর কোনও স্টল বন্ধ করা হয়নি।
|
রাস্তা সংস্কারে আজ বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাস বন্ধের হুমকি দিয়েছিলেন বাস মালিকেরা। তার জেরে নড়েচড়ে বসল প্রশাসন। আজ, সোমবার বাস মালিক সংগঠনের প্রতিনিধি এবং পূর্ত দফতরের কর্তাদের নিয়ে এক বৈঠক ডেকেছেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা। দুপুর ১২টায় বৈঠক শুরু হওয়ার কথা। বাস ব্যবসায়ীদের অভিযোগ, বেলদা থেকে জাহালদা পর্যন্ত রাস্তা নিয়ে। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। চারপাশে পিচ উঠে ছোট- বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে চাকা ঢুকে গিয়ে যে ছোট- বড় দুর্ঘটনাও ঘটে। অভিযোগ, তবু রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। রাস্তা সংস্কারের উদ্যোগ না- নিলে এবং ওই রাস্তায় যে হাম্পগুলো রয়েছে, সেগুলো তুলে না দিলে ১৫ মে থেকে বাস বন্ধের হুমকি দিয়েছিলেন বাস মালিকেরা। গত মার্চেও একবার এমন হুমকি দেওয়া হয়েছিল। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তখন নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন বাস মালিকেরা। জানা গিয়েছে, সমস্যা সমাধানের পথ খুঁজতেই এই ত্রিপাক্ষিক বৈঠক।
|
তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জমিহারাদের কাজ দেওয়া-সহ নানা দাবিতে রবিবার খড়্গপুরের রূপনারায়ণপুরে মিছিল করল তৃণমূল। নেতৃত্বে জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ। নির্মলবাবু বলেন, “এই এলাকায় শিল্পের জন্য অনেকে জমি দিয়েছিলেন। তখন পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এলাকায় শিল্প তৈরি হলেও চাকরি মেলেনি। আমরা জমিহারা পরিবারের একজনকে কাজ দেওয়ার দাবি জানিয়েছি।” তৃণমূলের অভিযোগ, সিপিএম নতুন করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে।
|
গয়না ভর্তি ব্যাগ ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে গয়নার ব্যাগ নিয়ে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার মোহনপুরের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় গয়নার দোকান রয়েছে উদয় প্রামাণিকের। বাড়ি মেদিনীপুরের বক্সিবাজারে। বুধবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে গয়না ব্যাগে ভরে মোটর বাইকে ওঠার সময় দুই যুবক এসে ব্যাগটি নিয়ে পালায়। ওই দু’জন বাইকেই এসেছিল। স্থানীয়েরা ধাওয়া করেও তাদের নাগাল পায়নি। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। ব্যাগে সোনা-রূপার যে গয়না ছিল, তার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা বলেই দাবি ওই ব্যবসায়ীর। ঘটনার তদন্তও শুরু হয়েছে। |
|