হলদিয়ায় গুরু-শিষ্যের মূর্তি প্রতিষ্ঠা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের পূর্ণাবয়ব মূর্তি বসল ‘হলদিয়া কালচারাল ফোরামে’র মূল কার্যালয় সারদা শিশু উদ্যানে। রবিবার বিকেলে হলদিয়ার চৈতন্যপুরের বাজিতপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা-কাণ্ডে রাজ্য সরকারের গড়া তদন্ত কমিটির প্রধান তথা প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন। তিনি স্বামী বিবেকানন্দের মূর্তিটির আবরণ উন্মোচন করেন। শ্রীরামকৃষ্ণের ধ্যানস্থ মূর্তির আবরণ উন্মোচন করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারাল সোসাইটির স্বামী সুপর্ণানন্দ। |
|
অনুষ্ঠানে অন্যদের সঙ্গে প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন
|
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রাক্তন ইংরেজি অধ্যাপক সুতিপ্রসাদ মাইতি-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক শিক্ষক মধুপ রায় জানান, দীর্ঘ ২২ বছর ধরে বিনা মূল্যে ইংরেজি কথোপকথন, ধ্যান ও শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা দিয়ে চলেছেন তাঁরা। স্বামী বিবেকানন্দদের জন্মজয়ন্তীর দেড়শো বছর উপলক্ষে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠান শেষে শ্যামলবাবুর কাছে সাংবাদিকরা সারদা-কাণ্ডে আমানতকারীদের ভবিষ্যৎ নিয়ে জানতে চান। শ্যামলবাবু বলেন, “২৯ জুন পর্যন্ত অভিযোগ নেওয়া হবে। এখনও পর্যন্ত ৮৩ হাজার অভিযোগপত্র জমা পড়েছে। আইনের মাধ্যমেই সমস্ত কিছু করতে হবে। দেখা যাক।” |
|