ঘরের মাঠে আটে আট, লিগ টেবলে দুই
দ্রাবিড়কে এই ওয়াটসন কাপ দিলে অবাক হব না
শেন ওয়াটসন নিয়ে আমি নিজে কিছু বলার আগে মাইক হাসির একটা মন্তব্য দিয়ে লেখাটা শুরু করতে চাই।
পুরনো কিছু নয়, রবিবারেরই ঘটনা। চেন্নাই ইনিংস সবে শেষ হয়েছে। টিভিতে এক সঞ্চালককে দেখলাম, মাঠের মধ্যে হাসিকে ধরেছে। জিজ্ঞেস করছে, ১৪০ নিয়ে ম্যাচ জেতা যাবে কি না? হাসি বলল, “সম্ভব। যদি ওয়াটসনকে তাড়াতাড়ি আউট করা যায়।”
মিস্টার ক্রিকেটের কথাটা শুনেছিলাম। কিন্তু অত বেশি গুরুত্ব দিইনি। স্বীকার করছি, আমার নিজেরও একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, রাজস্থান নয়। ম্যাচটা চেন্নাই জিতবে। ব্রাভো শেষ দিকে ও রকম রান তুলল, ৫০ রানের মধ্যে রাজস্থানের চার উইকেট চলে গেল সব দেখেশুনে চেন্নাইয়ের জয়ের কথা ভাবাই বোধহয় ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু পরে আরও একবার বুঝলাম, মাইক হাসিকে কেন মিস্টার ক্রিকেট বলে ডাকা হয়। বুঝলাম, কেন ওয়াটসন নিয়ে ও রকম বলছিল।

একাই একশো ওয়াটসন।
রাত্তির সাড়ে এগারোটাতেও ওয়াটসনের ইনিংসটার (৩৪ বলে ৭০) পাশে ঠিক কোন বিশেষণ বসানো যায়, ভেবে পাচ্ছি না। একটা কথা শুধু বলতে ইচ্ছে করছে। জাক কালিস নয়, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ওয়াটসন। কী অবিশ্বাস্য পাওয়ার ওর শটে! ব্রাভোকে লং অনের উপর দিয়ে যে ছয়টা মারল, হাতের জোরটা একবার ভাবুন তো! বা অশ্বিনকে মারা ছক্কাগুলো। মনে রাখতে হবে, অশ্বিন ভারতের এক নম্বর স্পিনার এই মুহূর্তে। অথচ ওর ওভার থেকে কি না ২৩ উঠছে! সাম্প্রতিক অতীত মোটেই ভাল যাচ্ছিল না ওয়াটসনের। ভারতের কাছে অস্ট্রেলিয়া ০-৪ হেরেছে। বিতর্কে জড়িয়ে পড়ায় নিজেই দেশে ফিরে যায়। যা দেখছি, এই আইপিএলে ওয়াটসনের কিন্তু নতুন জন্ম হল বলা যায়। এক আইপিএল ওকে চিনিয়েছিল। শুধু তাই নয়, শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসকে ও প্রায় একাই টুর্নামেন্ট জিতিয়ে দিয়েছিল। এ বারও যা চলছে, তাতে দ্রাবিড়ের রাজস্থানকেও ও চ্যাম্পিয়ন করে দিলে অবাক হব না। ঘরের মাঠে আটে আট কিন্তু হয়ে গেল রাজস্থানের। পাশাপাশি এ দিন জিতে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট হয়ে গেল দ্রাবিড়দের। নেট রান রেটে পিছিয়ে থাকায় রাজস্থান এখন দুইয়ে। চেন্নাই একে।

শিল্পার জয়ের সাক্ষী। জয়পুরে রাজস্থান
মালকিনের সঙ্গে সিএসকে অধিনায়কের পত্নী।
ওয়াটসন তো বটেই, চেন্নাইয়ের আজ হেরে যাওয়ার আরও একটা কারণ মস্তিষ্কযুদ্ধে দ্রাবিড়ের কাছে ধোনির হেরে যাওয়া। খেয়াল করলে দেখবেন, দ্রাবিড় আজও স্পিনার খেলায়নি। একটাও না। ধোনির হাতে সেখানে চার পেসার থাকলেও দুই স্পিনার ওকে আনতেই হত। আর ম্যাচটাও ঘুরল কিন্তু অশ্বিনের ওভারে। আমার তো মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অশ্বিনের ক্ষেত্রে ম্যাচটা ‘ওয়েক আপ কল’ হয়ে থাকল। ইংল্যান্ডে কিন্তু জয়পুরের মতো পিচই পাবে অশ্বিন। টিম কম্বিনেশনের মতোই ফিল্ড পজিশনিংয়েও দ্রাবিড় টেক্কা দিয়েছে ধোনিকে। ধোনিকে নামতে দেখেই দ্রাবিড় ওর জন্য স্লিপ আনল। দু’ বল পরে ওই স্লিপেই খোঁচা দিয়ে ধোনি আউট। দ্রাবিড় জানত, সিমিং উইকেটে কয়েকটা বল স্লিপে উড়ে আসবে। চান্সটা খেটে গেল।
লেখাটা শেষ করার আগে দ্রাবিড়, রাজস্থান রয়্যালস নিয়ে আরও একটা কথা বলতে চাই। রাজস্থান চ্যাম্পিয়ন হবে কি হবে না, জানি না। কিন্তু টিমটা আস্তে আস্তে একটা প্রতিষ্ঠান হয়ে উঠছে। যারা প্লেয়ার তৈরি করছে। একটা উদাহরণ দিই। আজ ফকনার আউট হওয়ার পর মনে হচ্ছিল, ওয়াটসন বা হজ নামবে। নামল কিন্তু সঞ্জু স্যামসন। মানে, দ্রাবিড় ওকে কঠিন পরিস্থিতে ফেলে ‘বয়’ থেকে ‘ম্যান’-এ বদলে ফেলতে চাইছে। স্যামসন, স্টুয়ার্ট বিনিদের ক্রমাগত সুযোগ দিয়ে দিয়ে দ্রাবিড় একটা ব্যাপার মনে হয় বোঝাতে চাইছে।
রাজস্থান রয়্যালসের সাফল্য ওর কাছে সব কিছু নয়। বরং ভবিষ্যতের ভারতীয় টিমকে কিছু প্রতিভার সন্ধান দেওয়াই ওর আসল টার্গেট।

ছবি: পিটিআই

আইপিএলে দশম টিম
আইপিএলে দশ নম্বর দল অন্তভুর্ক্ত করা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মরসুম শেষেই বৈঠকে বসবে গর্ভনিং কাউন্সিল। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল রবিবার এমনটাই জানিয়েছেন। পাশাপাশি প্রতি টিমে সর্বাধিক চার বিদেশি খেলানোর নিয়ম আপাতত বদলাচ্ছে না বলেও জানান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফুটবলের পর বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা বলে দাবি করে তিনি আরও বলেন, ১৯৮টি দেশে সম্প্রচার হচ্ছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য খেলার উন্নতির জন্য কেন্দ্রীয় ক্রীড়া দফতরকে ৫০ কোটি টাকা দিয়েছে। কিন্তু তাতে আপত্তি আয়কর দফতরের। তাদের বক্তব্য, বিসিসিআইয়ের এ ভাবে অন্য খেলাকে টাকা দেওয়ার অধিকার নেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.