নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে নিরাপত্তার প্রশ্নে রবিবার আরামবাগে তাদের সম্মেলন স্থগিত করে দিল প্রাথমিক শিক্ষক সমিতি।
রবিবার দুপুরে ওই সম্মেলন হওয়ার কথা ছিল আরান্ডি-১ পঞ্চায়েতের শান্তা উচ্চ বিদ্যালয়ে। সংগঠনের মুথাডাঙা সার্কেলের তত্ত্বাবধানে সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় তারই প্রস্তুতি চালাচ্ছিলেন কয়েক জন শিক্ষক। তখনই এক তৃণমূল নেতা দলবল নিয়ে সেখানে চড়াও হয়ে সম্মেলন নিয়ে জবাবদিহি চান এবং গালিগালাজ ও হুমকি দিয়ে ফিরে যান বলে অভিযোগ আয়োজকদের। পুলিশের দাবি, ওই সম্মেলন আয়োজনের ব্যাপারে তাদের জানানো হয়নি। হুমকি দেওয়া নিয়ে কোনও লিখিত অভিযোগও দায়ের করেননি আয়োজকেরা।
আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। তবে, দলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “শনিবার সন্ধ্যায় ওই সম্মেলনের আয়োজকদের তরফে আমার কাছে অভিযোগ জানানো হয়েছিল। সম্মেলনে কেউ যাতে হস্তক্ষেপ না করে সে ব্যাপারে দলীয় নেতাদের জানিয়ে দিই। পরে শুনেছি পুলিশের অনুমতি না থাকায় ওঁরা সম্মেলন স্থগিত রেখেছেন।”
প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বিশ্বনাথ মহাপাত্রের দাবি, হুমকির কথা তাঁরা থানায় জানিয়েছেন। তিনি বলেন, “কয়েকশো শিক্ষকের ওই সম্মেলনে যাওয়ার কথা ছিল। কিন্তু হুমকির মুখে সম্মেলন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা, আমরা ঝুটঝামেলা চাইনি।” নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “কদর্য ভাষায় কথা বলা হচ্ছিল।” |