টুকরো খবর
পুকুর থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার
বাড়ির কাছে পুকুর থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির কানাইপুরে। মৃতার নাম তারা সাহা (৫১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাদেবী কানাইপুর কলোনিতে ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি অসুস্থ ছিলেন। গত শুক্রবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার তাঁর ভাই উত্তরপাড়া থানায় ডায়েরি করেন। এ দিন সকালে বাড়ির কাছেই পুকুরে তারাদেবীর মৃতদেহ ভেসে ওঠে। তাঁকে ওই অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলে, তারাদেবীকে খুন করা হয়েছে। তাঁর ভাইকে ধরে চড়থাপ্পড়ও মারা হয়। পুলিশ পরে খবর পেয়ে দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

হুগলি জেলা সমবায় ভোটে জয়ী তৃণমূল
হুগলি জেলা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার চুঁচুড়ার শিশু বিজ্ঞান কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এই সমিতির দখল ছিল বামেদের হাতে। সিপিএম অবশ্য এ দিনের নির্বাচনকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে। প্রশাসন সূত্রের খবর, ৯টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তার মধ্যে ১টি করে আসনে তৃণমূল এবং বামফ্রন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। রবিবার বাকি ৭টি আসনে ভোট হয়। তৃণমূল সব ক’টিতেই জয়ী হয়। পুলিশি ব্যবস্থা ছিল জোরদার। তবে সিপিএমের অভিযোগ, বামপন্থী ভোটারদের পরিচয়পত্র কেড়ে নিয়ে লাইন থেকে বের করে দেওয়া হয়। তিন জন বিদায়ী ডিরেক্টরকেও ভোটের লাইন থেকে বের করে দেওয়া হয়। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “গায়ের জোরে ওরা ভোটে জিতেছে।” আজ, সোমবার বামফ্রন্টের তরফে এ নিয়ে সাংবাদিক বৈঠক করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “সিপিএম ভিত্তিহীন অভিযোগ করছে।”

বধূর মৃত্যু, ধৃত স্বামী
এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ উঠল। গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাগনানের পারভগবতীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, সায়রা রহমান (২৯) নামে ওই বধূর বাড়ি কলকাতার খিদিরপুরে। বছর পাঁচেক আগে তাঁর সঙ্গে বাগনানের শেখ সামিদুর রহমানের বিয়ে হয়। তাঁদের একটি চার বছরের মেয়ে ও দু’বছরের ছেলে আছে। এ দিন সকালে খবর পেয়ে সায়রার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় ওই মহিলার স্বামীকে। জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে শ্বাসরুদ্ধ করে খুন করার অভিযোগ দায়ের করেছেন সায়রার বাপের বাড়ির লোকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। তবে খুন না আত্মহত্যা, তা ময়না-তদন্তের আগে বলা সম্ভব নয়। মৃতদেহটি ময়না-তদন্তের জন্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আগুনে পুড়ল পাট-বোঝাই ট্রাক

তৎপর দমকল। ছবি: তাপস ঘোষ।
জুটমিলে আসার পথে আগুনে পুড়ে গেল ট্রাক বোঝাই পাটের গাঁট। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে চুঁচুড়ার হুগলির মোড়ে। চুঁচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বর থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। দমকলের এক কর্তা জানান, একটি চলন্ত ট্রাকে কী করে আগুন লেগে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বনগাঁ থেকে পাট বোঝাই ট্রাকটি ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিলে যাচ্ছিল। জি টি রোড ধরে যাওয়ার পথে হুগলি মোড়ের কাছে ট্রাকটি আসতেই স্থানীয় দোকানদাররা দেখেন ট্রাকের ডালার পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা চালককে সতর্ক করেন। চালক ট্রাকটি দাঁড় করিয়ে দেন। এর পরে সকলে মিলে আগুন নেভানোর জন্য জল ঢালতে শুরু করেন। কিন্তু তত ক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করে পাটের গাঁট। দমকলের ইঞ্জিন আসার আগেই পাটের বেশির ভাগ গাঁটই পুড়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল কর্মী

এক রাউন্ড গুলি-ভর্তি পাইপগান-সহ শনিবার সকালে খানাকুলের কলিম্বা গ্রাম থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজিৎ দলুই। ওই গ্রামেই তাঁর বাড়ি। অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকেই তিনি দলের নাম ভাঙিয়ে গ্রামবাসীদের থেকে টাকা আদায় করছিলেন। তাঁর হুমকি এবং জুলুমে গ্রামের বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকও বীতশ্রদ্ধ ছিলেন। গ্রামবাসীরাই এ দিন সুরজিৎকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক পারভেজ রহমান বলেন, “পুলিশকে বলাই আছে, দুষ্কৃতীর রাজনৈতিক রং না দেখে আইনগত ব্যবস্থা নিতে। গ্রামবাসীরা প্রশংসার কাজ করেছেন।”

দুর্ঘটনায় মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়ায়। পুলিশ জানায়, মৃতের নাম বরুণ কর্মকার (৩৭)। বাড়ি নমাজগ্রামে। তিনি পাণ্ডুয়ায় একটি দোকানের কর্মচারী। শনিবার দুপুর দেড়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। হাটতলার কাছে বর্ধমানগামী একটি ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই বরুণ মারা যান। বাসিন্দারা তাড়া করে ট্রাকটিকে ধরে ফেলে বলে জানায় পুলিশ।

গাছ ভেঙে মৃত বৃদ্ধা

ঝড়ে গাছ ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার ঘটনাটি ঘটে পাণ্ডুয়ার পাঁচগড়া-তোরগ্রাম পঞ্চায়েতের তোরগ্রামে। পুলিশ জানায়, ছবি ক্ষেত্রপাল (৭০) নামে ওই বৃদ্ধা বাড়ি ফেরার পথে ঝড়ে নারকেল গাছ তাঁর উপর ভেঙে পড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.