আজ অসম সফরে প্রণব, উৎসাহ তুঙ্গে
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর প্রথম বার অসম আসছেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার, মাছখোয়ার প্রাগজ্যোতি প্রেক্ষাগৃহে সাহিত্যিক মামণি রয়সম গোস্বামীকে মরণোত্তর ‘অসম রত্ন সম্মান’ প্রদান করবেন প্রণববাবু। একই অনুষ্ঠানে ‘শ্রীমন্ত শঙ্করদেব সম্মান’ দেওয়া হবে শর্মিলা ঠাকুরকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পাণ্ডু কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি পর্বে অংশ নেবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার, শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও হাজির থাকবেন প্রণববাবু। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাংবাদিক অমিতাভ চৌধুরীকে সম্মানিত করা হবে।
আজ শিলচরে এনআইটি-র সমাবর্তনে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম।
আসাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আরও তিনটি কর্মসূচিতেও যোগ দেবেন। রাজ্যের তৃণমূল স্তরের ২০ জন উদ্ভাবকের উদ্ভাবনী সামগ্রীর প্রদর্শনী (ইনোভেশন এগজিবিশন)-এর উদ্বোধন করবেন তিনি। এরপর ‘ইনোভেশন ক্লাব’-এর উদ্বোধন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শিক্ষক, গবেষক ও ছাত্রদের মধ্যে যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য ‘স্বতন্ত্র’ স্বপ্ন দেখেন---তাঁদের নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন ক্লাব’ গঠনের আগ্রহ দেখিয়েছিলেন প্রণববাবু। তাঁরই নির্দেশে বিশ্ববিদ্যালয়ে ২২ সদস্যের ওই সংগঠন তৈরি হয়েছে। এর পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের সঙ্গে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি।
গত বারের সমাবর্তনে প্রণববাবুকেই ডি লিট দিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়। ব্যস্ততার জন্য তিনি সে বার নিজে আসতে পারেননি। এর আগে অবশ্য কয়েকবার শিলচর এসেছেন প্রণববাবু। তবে রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম। তাঁর সফর ঘিরে তা-ই মানুষের উৎসাহ তুঙ্গে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.