|
|
|
|
অসমে অভিযোগ, রাজ্যে গ্রেফতার লগ্নি সংস্থার কর্তা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেলা সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ কলকাতার একটি আবাসনে এসেছিলেন এক অর্থলগ্নি সংস্থার কর্ণধার কৌশিক কুমার নাথ। আবাসনের বাইরেই দাঁড়িয়েছিল যাদবপুর থানার পুলিশ। আবাসনে ঢোকার সময় তাঁকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়।
যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, অসমে মহাবীর ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর ছিলেন কৌশিকবাবু। সংস্থাটির একটি ১৫ লক্ষ টাকার ‘চেক বাউন্স’ হয়। এই ঘটনায় অসমের কামরূপ আদালত কৌশিকবাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাঁর বাড়ি যাদবপুর থানা এলাকায়। তাই অসম পুলিশ ঘটনাটি জানায় যাদবপুর থানায়। ওই পরোয়ানার ভিত্তিতে কৌশিকবাবুকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
|
|
ধৃত কৌশিককুমার নাথ। ছবি: দেবাশিস রায় |
পুলিশ সূত্রের খবর, অসমে একটি অর্থলগ্নি সংস্থা চালান কৌশিকবাবু। কলকাতায় সর্ষের তেল, চা-প্রস্তুতকারক সংস্থার কর্ণধার ছিলেন তিনি। এ ছাড়াও নানা ধরনের ব্যবসা তাঁর আছে। পুলিশ জানিয়েছে, ইদানিং অসমে তাঁর অর্থলগ্নি সংস্থায় মন্দা যাচ্ছিল। এপ্রিল মাসে ২০ তারিখ মহাবীর ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের তরফে এক ব্যক্তিকে দেওয়া একটি চেক বাউন্স হওয়ার পর তিনি গা ঢাকা দেন। ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে কামরূপ আদালতে মামলা দায়ের করে। এর পর থেকেই তাঁকে খুঁজছিল অসম পুলিশ। এ দিন যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করার পর অসম পুলিশকে খবর দেয়। তাঁকে জেরা করে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, কৌশিকবাবু রাজা এস সি মুখার্জি রোডের একটি আবাসনের বারো তলায় থাকতেন। গত কয়েক বছরে অসমে তাঁর অর্থলগ্নি সংস্থার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। দু’বছর আগে তিনি যাদবপুরের ওই ফ্ল্যাটটি কিনে সপরিবারে থাকতে শুরু করেন। আবাসনের অন্য বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে তাঁর শাশুড়ি ও এক পরিচারিকা থাকতেন। দু’দিন আগে তাঁর শাশুড়িও আবাসন থেকে চলে যান। এ দিন তাঁদের পরিচারিকাও ফ্ল্যাটে তালা লাগিয়ে চলে গিয়েছেন। কৌশিকবাবুর পড়শিরা জানান, ২০১১ সালে বিএম ডব্লিউ, মার্সিডিজ সহ কয়েকটি বিলাসবহুল গাড়ি কেনেন। সেগুলি আবাসনের বেসমেন্টেই থাকত। পরে কয়েকটি গাড়ি বিক্রি করে দেন। তাঁরা আরও জানান, বিভিন্ন অনুষ্ঠানে ওই ফ্ল্যাটে শাসক দলের নেতা মন্ত্রীদের দেখা গিয়েছে। আনাগোনা ছিল টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদেরও। |
|
|
|
|
|